আবেগী কাব্য সংকলন । লেখক - ( মোঃ মাসুদ রানা )

Image result for কবিতা


➤ স্বপ্নের কোন রঙ নেই , তবুও স্বপ্ন রঙ্গীন
ডানা মেলে না তবুও উড়ে সিমাহীন!!

➤ একা আমি দাড়িয়ে আছি সমুদ্রের তীরে,
আমার যা কিছু ভাবনায় সবটা তোমাকেই ঘীড়ে!!

➤তুমি রেগে লাল হয়ে থাকো রাগলেই তোমায় ভালো লাগে,
হাসিতো সবাই চাই 'জন খুশি হয় রাগে!!

➤মস্তিষ্কের অরাজকতা হৃদয়ে রক্তক্ষরণ,
কাছে আসতে পারলেও ছুঁতে চাওয়া বারণ!!

ভেজা সন্ধ্যায় অঝোর বৃষ্টি, দূর আকাশে মেঘের প্রতিধ্বনি
বাদল ঘিরেছে আকাশ বইছে বাতাস আড়ালে দাড়িয়ে তুমি আর আমি!!

➤প্রাপ্তিগুলো রেখে দিলাম হৃদয়ের মাঝে ,
অপ্রাপ্তিটুকু ভেসে যাক সুখের উল্লাসে!!

➤ইচ্ছে করে বলতে তোমায় বড্ড ভালোবাসি,
বলতাম ঠিকই থাকলে তুমি আমার পাশাপাশি!!

আছড়ে পড়া ঢেউ, আর বন্ধু বেশে কেউ
কোনটাই চিরস্থায়ী নয় একাকিত্বেই বেশ, একাকিত্বের রেশ দুটোই ছেয়ে রয়!!

➤বড় বড় দালানকোঠা মাঝখানে তার দেয়াল ,
সেই দেয়ালেই বন্দি দু'জন নেই তো কারো খেয়াল!!

➤তোমার দীঘল কালো কেশ,
 আকাশ হয়ে আছে আবছা তাতেও লাগছে বেশ!!

➤চলে যেতে যেতে ভাবি ফিরবো না আর
অথচ এক পৃথিবী তুমিই শুধু ভালোবাসার!!

➤হঠাৎ করে নিয়েছো ঠাঁই তোমাতে মনযোগ ,
তুমি ছাড়া ভাল্লাগেনা আবার কেমন রোগ!!

মানুষ হতে মানুষ আসে বিরুদ্ধতার ভীড় বাড়াই ,
তুমিও মানুষ আমিও মানুষ তফাৎ শুধু শিড়দাঁড়াই!!

➤ভালোবাসি তাইতো তোমায় এত্ত করে চাই ,
তোমার কাছে ঠাঁই না দিলে যাওয়ার জায়গা নাই!!

➤আমার সাথে তুমি কতোদিন আর থাকবা ,
হারিয়ে গেলে তখন কি আর একটু আমায় খুঁজবা!!

➤আরো একটা দিন গেলো পেলাম না তোমার দেখা,
 তুমি না থাকলে পায় না আমি কবিতা লেখার ভাষা!!

➤প্রিয় মানুষ টা জানিনা তার ঠিকানা কোথায় সে থাকে ,
রোজ সকালে ঘুম ভাঙাতাম আগলে রাখতাম বুকে!!

➤হয়নি অসুখ আঘাত পায়নি তবুও কেমন লাগছে,
 বুক গহীনে - তোমায় দেখার তৃষ্ণা কেবল বাড়ছে!!

দেয়ালে ঠেকেছে পিঠ তোমায় দেখলে বাড়ে হার্টবিট,
 তবুও মনে প্রশান্তির ঝড় এবার বাধবে হয়তো নতুন করে ঘড় !!

➤প্রাপ্তিগুলো শুন্য থাকুক আশায় বাধতে বুক,
 চাওয়াগুলো না পাওয়াতেই অতৃপ্ত এক সুখ!!

➤অসংখ্য চিঠি দিয়েছি তোমায় দাও নাই তুমি সাড়া,
 আাশা হারায়নি তবুও আমি পাবো হয়তো তোমার দেখা!!

➤বাজতে থাকুক আমার ভালোবাসার এলার্ম-ঘড়ি,
চলতে থাকুক বিরামহীন সব কল্পনা যা কখনোই পূর্ণতা পাবেনা!!

➤বুকে এমন দাগ পরবে ছেলেটা কি জানতো ,
জানলে কি আর ভালোবাসতে ভুত ধরে আনতো  !!

তুমি ভাবছো মেঘ করেছে বৃষ্টি পরবে অনেকক্ষণ ,
আসলে তা মেঘ করেনি মন খারাপের বিজ্ঞাপন !!

➤চুমুতে বিষ ঢেলে দাও অথবা গ্রেনেড ছুঁড়ে মারো বুকে,
শেষ হয়ে যায় আমি, অবশিষ্ট যা আছে বাকি!!

➤তুমি পুড়িয়ে গেছো সুখ রেখে গেছ ছাই,
আমি ছাইয়ের ভিতরে মন ডুবুরি নামায় !!

➤গা পোড়েনি  জ্বর নয়, তবুও বিস্বাদ মুখ
আমাকে পেয়ে বসেছে তোমাকে দেখতে চাওয়ার দীর্ঘ অসুখ!!

➤আমি যাকে কেন্দ্র করিয়া ঘুরি না
পাই তার কাছে থাকার অধিকার, না মেলে দূরে যাওয়ার অনুমতি!!

সুখ নামের ছোট নৌকায় আমি দুঃখের মাঝি ,
আমার কষ্ট ভাগ করতে কেউ হয়নি রাজি !!

➤বন্ধু বাঁচুক বন্ধুত্বে প্রেমিক বাঁচুক প্রেমে ,
আলাদা গল্প আলাদা থাকুক আলাদা আলাদা ফ্রেমে !!

➤তোর শরীরে মন মাতানো ঘ্রাণে আমার দুচোখ অন্ধ ,
ভালোবেসেই মরতে হবে ফেরার রাস্তা বন্ধ !!

➤গভীর ঘুমে স্বপ্ন দেখি রাস্তায় তখন আগুন জ্বলে,
স্বাধীন তো কোকিল পাখি ভিখারিরা গাছের ডালে  !!

চোখটা দেখিবার মনে চায়
যে চোখের দিঘীতে,
অনন্তকাল ডুব দিয়ে থাকা যায়!!

➤একবেলা কথা না হলে, মরে যায় কতো প্রেমিক!
- অথচ
দু'বেলা না খেয়ে বেঁচে আছে কতো শ্রমিক!!

➤প্রেমের জ্বালায় অঙ্গ জ্বলে
ভীষণ জটিল কেস,
আজকে যদি তোমায় হারায়
কালকে আমি শেষ!!

➤চাইলাম তোর আলতো ছোঁয়া
দিয়া গেলি গেলি দাগ,
আর তরে জ্বালাবো না আমি
তোর মতো তুই থাক!!

➤তুমি সুন্দর তাই চেয়ে থাকি প্রিয়
সে কি মোর অপরাধ ?
বাঁচিবার তরে আড়চোখে চাই,
তবু প্রেমে করো কুপোকাত!!

➤ইট মারলে পাটকেল খাবি
গোলাপ মারলে কি চুমো,
রাত বাজে বারোটা এবার তুই ঘুমো!!

➤মনের আলো জ্বালিয়ে রাখি, মনের প্রতীক্ষায়
- সে আলো তো কেউ দেখেনা আঁধারে হারায়!!

➤ভেবেছিলাম দেখা হবে
কথা হবে রোজ,
তুমিও সেই চলে গেলে
আমিও নিখোঁজ!!

➤কোথাও রাত নামে,
বিষাদ খামে, কোথাও আলোর বান!
কোথাও ঠোঁট জানে, কি অভিমানে, ভালো থাকার ভান!!

➤ঘুমানো নিষেধ জেগে থাকা অপরাধ,
অনুমতি আছে মৃত্যুর
তবে সেচ্ছায় মৃত্যু মহাপাপ!!

মেঘের আড়ালে থাকা এক ছদ্মবেশী রুপ,
হঠাৎ তোমার শহরে এসে চমকে দিবো খুব!!

➤মানুষ মরে গেলে পঁচে যায়
আর বেঁচে থাকলে,
কারণে-অকারণে কষ্ট পায়!!

➤তোমরা কেউ কি রাখো খোঁজ,
বউ ছাড়া চব্বিশ বছর
একটা খাটে একাই ঘুমাই রোজ!!

➤কলিজায় থাকে বউ
ফুসফুসে থাকে শালি,
কিন্তু আমার তো দুইটাই খালি!!

➤শুন্যতায় বন্দি আমি
তুমি বন্দি খেয়ালে,
ভাষাগুলো আটকে গেছে
নিরবতার দেয়ালে!!

➤যাও চলে যাও পরিচিত কোন ডাকে
বাড়ি ফিরে এসো
সন্ধ্যা নামার আগে!!

➤ঘর খুলিয়া বাহির হইয়া
জোছনা ধরতে যাই,
হাত ভর্তি চান্দের আলো
ধরতে গেলে নাই!!

➤অন্তরে অনিষ্ট মুখে মিষ্টতা,
তার চেয়ে অনেক ভালো
প্রকাশ্য শত্রুতা!!

➤তোমার লেখার নষ্ট কালিতে
আমি বিশুদ্ধ পাপ,
যতটুকু অবিশ্বাস জমেছে মনে
সব তোমার জন্য নিকৃষ্ট অভিশাপ!!

➤তুমি ভাবছো তুমি আছো
তোমার শহরে,
ঈশ্বর জানে, আমি জানি
তুমি আছো মোর মন কুঠিরে!!

➤কিছু ভালোবাসা এমনই হয়
দাবী রাখে না,
মনকে সে ভালোবাসে শরীরকে না!!
কথায় কথায় মুগ্ধতা
কথায় বাড়ে প্রেম,
কথার বিচ্ছেদে মনে হবে
সবিই হারালেম!!

➤ভালোবাসলে ছেড়ে দিতে হয়
দিতে হয় মুক্তির স্বাদ,
জোড় করে হয় না কিছু
শুধু বাড়ে বিবাদ!!

➤যা আমার নয়
নির্দ্বিধায় তা দিয়েছি ছেড়ে,
যা একান্তই আমার -
তবুও তা কখনোই নেইনি!!

➤শহর জুড়ে বৃষ্টি নামুক
তুমি খুঁজে নিও ঠাঁই,
প্রতিটা বৃষ্টি কনায় লিখা থাকুক
শেষ অবদি তোমাকে চাই !!

➤চোখের কোণে নেশা জমে,
নেশার ভীষণ ঘোর !
নেশার মাঝে মিশে আছে,
ফ্লেভার শুধু তোর  !!

➤প্রেমে পড়া বারণ
কারণে অকারণ,
আঙুলে আঙুল রাখলেও হাত ধরা বারণ !!
ভালোবেসে বেঁধে ফেলা ওটা অন্যায় ,
তফাৎ টা বুঝতে শেখো, বৃষ্টি আর বন্যায় !!

➤চলো ভেঙে দেই সব আড়ি ,
- আজ আছি কাল তো নাও থাকতে পারি!!

➤কতো কথা হচ্ছে রোজ,
বলছি আমি, শুনছো তুমি বেশ
তবুও কিছু কথা থাকছে বাকি,
জমছে কথার পাহাড়,
কাটছেনা ভাল্লাগার রেশ !!

➤তুমি এমনই এক নেশা,
যে নেশায় জন্ম নেয় হাজারো ভালোবাসা !!

➤বালিকা ভালো না তোর নজর ,
তোর নজরে পুড়ে ছাই আমার এই হৃদয় !!

➤মায়াবী এই শহরে অদৃশ্য ,আমি নাকি অন্ধ ওরা ?
পথ হারিয়ে দেখ সঠিক পথে কারা !!

➤আজ রোদ ওঠুক অথবা বৃষ্টি তাতে কি হায় ,
 তুমি হাত ধরলেই চলে যাবো যেদিক দু'চোখ যায়,

➤তুমি বরং তারই গল্প হও যে তোমায় লিখতে চাই ,
আমি না হয় সে গল্প পড়ে নিবো কোন এক বই মেলায় !!

➤বিশ্বজোড়া বোনশালা মোর
সবার আমি ভাইয়া ,
জন্ম থেকেই সিঙ্গেল আছি
কেউ দেখেনি চাইয়া !!

➤প্রতিদিন অন্তত একবার আড়াল হয়ে
দেখ রোজ,
কে কতোখানি রাখে কার খোঁজ !!

➤চোখে জল, বাইরে ঝিরিঝিরি বৃষ্টি  ,
একটা তোমার জন্য অন্যটা আল্লাহর সৃষ্টি !!

➤বালক আমি হাটিয়া বেড়াই অবুঝ বালিকার খুঁজে
এখন দেখি আমিই অবুঝ বালিকায় বেশি বুঝে !!

➤ছলছল চোখের জলে পৃষ্ঠা যখন ভিজে যায় ,
এপিঠ ওপিঠ দু'পিঠেতে পত্র লেখা ভীষণ দায় !!

➤হাজার দুঃখে থাকবো পাশে, সুখ যতোই হোক অল্প ,
হৃদয় নিঙড়ে লিখে যাবো ভালোবাসার গল্প !!

➤এসো হাত ছুঁয়ে দেই নির্ভরতায়
চোখ ছুঁয়ে দেই বিশ্বাসে ,
আমার নাম থাকুক তবুও
তোমার প্রতিটি নিঃশ্বাসে !!

➤বৃষ্টি নামলে শহর ভিজে
ভিজতে পারি না আমি ,
শরীর ভেজানো ভীষণ সহজ
মন ভেজানো দামী !!

➤প্রেম জমেছে আকাশে বাতাসে
প্রেম জমেছে তীরে,
প্রেমের জুয়ারে "বসন্ত" মাঝি
নাও বাইয়ো ধীরে!!

➤দুই প্রান্তের হিসেব- নিকেশ
ওজন বুঝে কথার ধরন ,
প্রসাধনের প্রলেপ ঢাকে,
হাসির নিচের রক্তক্ষরন !!

➤একা আমি দাড়িয়ে আছি সমুদ্রের তীরে ,
আমার যা কিছু ভাবনায় সবটা তোমাকেই ঘীড়ে !!

➤তোমার সাথে আমার সাত জনমের সন্ধি ,
অভিমান বাড়ছে বাড়ুক আমি তোমাতেই আছি বন্দি !!

➤তুমি শুধু পালিয়ে বেড়াও দৃষ্টি এড়াও ডাক দিয়ে যাও ইঙ্গিতে ,
কখনো কি দিবে দেখা আসবা তুমি রংধ্নুর এই শহরে !!




No comments

Powered by Blogger.