বাংলা বিভাগ মাস্টার্স ফাইনাল ২০২১-২২ ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধের সাহিত্য ৩১১০১৩
ভাওয়াল
বদরে আলম সরকারি কলেজ
বাংলা
বিভাগ মাস্টার্স ফাইনাল ২০২১-২২
ভাষা
আন্দোলন
ও
মুক্তিযুদ্ধের
সাহিত্য
৩১১০১৩
(ক)
কবিতা : একুশের কবিতা - বাংলা একাডেমি প্রকাশিত :
Ø সিকান্দার
আবু
জাফর-
একুশে
ফেব্রুয়ারি
Ø মাহবুব-উল
আলম
চৌধুরী
- কাঁদতে আসিনি ফাঁসির দাবি নিয়ে এসেছি
Ø আহমদ
রফিক
- জেগে আছি ব্যাথার
স্নায়ুতে
Ø শামসুর
রাহমান
- বর্ণমালা,
আমার দুঃখিনী বর্ণমালা
Ø আলাউদ্দিন
আল
আজাদ-
স্মৃতিস্তম্ভ
Ø হাসান
হাফিজুর
রহমান
- অমর একুশে
Ø আবদুল
গাফ্ফার
চৌধুরী
- আমার ভাইয়ের রক্তে
রাঙানো
Ø আবু
জাফর
ওবায়দুল্লাহ
- কোন এক মা'কে
Ø সৈয়দ
শামসুল
হক
- একুশের কবিতা
Ø আজীজুল
হক
- ঈগল হত্যাবার্ষিকী, একুশে
Ø একুশে ফেব্রুয়ারি সংকলনটির সম্পাদক হাসান হাফিজুর রহমান (১৯৩২-৮৩) - ১৯৫৪
মার্চ মাসে এটি প্রকাশিত
হয় হাজার লোকের অস্তিত্ব অমর একুশে ফেব্রুয়ারি।
একুশের প্রথম সংকলন একুশের কবিতা ১৯৫৪ । অমর
একুশে বিমুখ প্রান্ত কাব্য গ্রন্থের অন্তর্গত। একুশের প্রথম কবিতা মাহবুব উল আলম চৌধুরী
(১৯২৭-২০০৮) কাঁদতে আসিনি ফাঁসির দাবি নিয়ে এসেছি।
(খ)
নাটক:
Ø মুনীর চৌধুরী- কবর : মুনীর
চৌধুরীর (১৯২৫-১৯৭১) ১৯৬৬
সালে কবর নাটক প্রকাশিত হয়। ৫২
ভাষা আন্দোলনের পটভূমিতে রচিত। ১৯৫৩ সালে ঢাকা
কেন্দ্রীয় কারাগারে এটি অভিনীত হয়।
Ø নীলিমা ইব্রাহিম - আমি বীরাঙ্গনা বলছি : নীলিমা
ইব্রাহিম (১৯২১-২০০২) মুক্তিযুদ্ধভিত্তিক
কথানাট্য আমি বীরাঙ্গনা
বলছি। নাটকের পটভূমি ১৯৭১ এর মুক্তিযুদ্ধে
ধর্ষিতা নারীর জীবনালেখ্য। তিনি জাতির জনক বঙ্গবন্ধু
শেখ মুজিবর রহমান, বেগম শেখ ফজিলাতুন্নেসা এবং বাংলার স্বাধীনতা অর্জনের জন্য যেসব
নারী লজ্জিত, অপমানিত ও ধর্ষিত হয়েছে তাদের উদ্দেশ্য করে উৎসর্গ করেন।
Ø
Ø সৈয়দ শামসুল হক- পায়ের আওয়াজ পাওয়া যায় : সৈয়দ শামসুল হক
(১৯৩৫-২০১৬) পায়ের আওয়াজ পাওয়া যায় রচিত হয়১৯৭৫ এর
১ মে থেকে ১৩
জুন কাল পরিসরে ।এখানে
লেখক এখানে কুরিগ্রাম অঞ্চলের ভাষা ব্যবহার করেছেন
সতের গ্রামের চিত্র তুলে ধরা হয়েছে।
মুক্তিযুদ্ধকালীন সময়ের। ১৯৭৬ সালে প্রকাশিত।
https://masudbdtech.blogspot.com/
(গ)
উপন্যাস :
Ø জহির রায়হান- আরেক ফাল্গুন : জহির রায়হান (১৯৩৫-১৯৭২) আরেক ফাল্গুন উপন্যাসের
শুরুতে ১৮৫৭ সিপাহী বিদ্রোহের
কথা স্বরন করা হয়েছে। উপন্যাসটি
৫২ ভাষা আন্দোলনের সময়কে
ধারন করা হয়েছে। এর
ঘটনাস্থল ঢাকা বিশ্ববিদ্যালয় ও
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এলাকা।
Ø শওকত ওসমান- জাহান্নাম হইতে বিদায় : শওকত ওসমান (১৯১৭-১৯৯৮) রচনাকাল ১৯৭১ প্রকাশকাল ১৯৭৫
দেশ পত্রিকায় শারদীয় সংখ্যায়। উপন্যাসের প্রধান চরিত্র গাজী মিয়া তিনি
শিক্ষক। উপন্যাসটির পটভূমি ঢাকার ডেমরা , নরসিংদী, কুমিল্লা ও মেঘনার তীরবর্তী
গ্রাম।
Ø সেলিনা হোসেন -হাঙর নদী গ্রেনেড : সেলিনা হোসেন জন্ম ১৯৪৭। হাঙর নদী গ্রেনেড ১৯৭৬ সালে
প্রকাশিত। বাংলাদেশের দক্ষীনাঞ্চল যশোরের কালীগঞ্জ গ্রামের পটভূমিতে এর কাহিনী গড়ে ওঠেছে। এটি
মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস। কেন্দ্রীয় চরিত্র বুড়ি।
(ঘ)
প্রবন্ধ ও গদ্য :
Ø আবদুল হক- বাঙ্গালী জাতীয়তাবাদ ও অন্যান্য প্রসঙ্গ : আব্দুল হক
(১৯১৮-১৯৯৭) এই গ্রন্থে ৫
টি প্রবন্ধ রয়েছে। ক্রান্তিকাল (১৯৬২) । আব্দুল হকের জাতীয়তাবাদ চিন্তার মূল্ভিত্তি ষাটের
দশকের স্বাধিকার আন্দোলন ।
Ø সুফিয়া কামাল- একাত্তরের ডায়েরী : সুফিয়া
কামাল (১৯১১-১৯৯৯) স্মৃতিকথামূলক
উপন্যাস। একাত্তরের শহীদদের উৎসর্গ করা হয়েছে। ৩০
ডিসেম্বর ১৯৭০ থেকে ৩১
ডিসেম্বর ১৯৭১ একাত্তরের ডায়েরির
শুরু ও শেষ। সুফিয়া কামালের
প্রথম গ্রন্থ সাঁজের মায়া।
Ø সালাউদ্দীন আহমদ ও অন্যান্য সম্পাদিত : একাত্তরের চিঠি - সালাউদ্দিন আহমেদ ও অন্যান্য সম্পাদিত প্রকাশ কাল ২৭ মার্চ ২০০৯। একাত্তরের চিঠি গ্রন্থে ৮২ টি চিঠি রয়েছে। ভূমিকা লিখেছেন রশিদ হায়দার। ।প্রথম চিটির লেখক শহীদ কাজী নুরুন্নবী।
https://masudbdtech.blogspot.com/
No comments