বাংলা বিভাগ মাস্টার্স ফাইনাল ২০২১-২২ বাংলা বাংলাদেশের সাহিত্য : কবিতা, গল্প, উপন্যাস, প্রবন্ধ ৩১১০১১
ভাওয়াল বদরে আলম সরকারি কলেজ বাংলা বিভাগ মাস্টার্স ফাইনাল ২০২১-২২ বাংলা বাংলাদেশের সাহিত্য : কবিতা, গল্প, উপন্যাস, প্রবন্ধ ৩১১০১১
(ক) কবিতা :🔰 হাসান হাফিজুর রহমান- "যখন উদ্যত সঙ্গীন"
১৯৭১ এর মুক্তিযুদ্ধের পটভূমিতে রচিত “যখন উদ্যত সঙ্গীন" হাসান হাফিজুর রহমান (১৯৩২-১৯৮৩) ১৯৭২ সালে প্রকাশিত।কবিতা ৩২ টি । প্রথম কবিতা আদীম অক্ষররাশি সময়কাল ১৯৭১ এর জানুয়ারী থেকে ১৯৭২ অক্টোবর। অমর কীর্তি মুক্তিযুদ্ধের ইতিহাস দলিলপত্র।
🔰 আল মাহমুদ- "সোনালী কাবিন" সোনালী কাবিন গ্রন্থটি আল মাহমুদ শামসুর রহমানকে উৎসর্গ করে ১৯৭৩ সালে প্রকাশ করেন। তার প্রথম কাব্য লোক লোকান্তর (১৯৬৩) কবিতার উপজীব্য প্রেম, প্রকৃতি ও স্বদেশভূমি।
🔰 শহিদ কাদরী- "কোথাও কোনো ক্রন্দন নেই" (১৯৪২-২০১৬)। প্রথম কবিতা আজ সারাদিন, শেষ কবিতা দাঁড়াও আমি আসছি। আদনান কাদরীকে উৎসর্গ করেন।
(খ) গল্প :
🔰 সৈয়দ ওয়ালীউল্লাহ্ - নয়নচারা সৈয়দ ওয়ালীউল্লাহ (১৫ আগষ্ট ১৯২২ -১০ অক্টোবর ১৯৭১) নয়ন চারা দ্বিতীয় বিশ্বযুদ্ধ এবং ১৯৪৩ এর দুর্ভিক্ষের পটভূমিতে রচিত প্রকাশিত ১৯৪৫ (১৩৫১)। এতে ৮ টি গল্প রয়েছে। পূর্বাশা পত্রিকা সঞ্জয় ভট্টাচার্য সম্পাদিত ১৯৪৪। প্রধান চরিত্র আমু।
🔰আখতারুজ্জামান ইলিয়াস – খোঁয়ারি আখতারুজ্জামান ইলিয়াছ (১৯৪৩-১৯৯৭)জন্ম গায়বান্দার মাতুতালয়ে। প্রথম গল্পগ্রন্থ ,অন্য ঘরে অন্য স্বর (১৯৭৬)। খোয়ারী অর্থ মদের নেশা কাটাবার পর অবসাদ বা গ্লানি।
🔰মাহমুদুল হক - প্রতিদিন একটি রুমাল প্রতিদিন একটি রুমাল ১৯৭৪ সালে রচিত মাহমুদুল হক (১৯৪১-২০০৮) তার প্রকাশিত গ্রন্থ ২ টি। লেখকের শ্রদ্ধাভাজন অগ্রজ কবি মোহাম্মদ মাহফুজউল্লাহকে উৎসর্গ করা হয়েছে। এতে ১১ টি গল্প স্থান পেয়েছে।
(গ) উপন্যাস :
🔰 শওকত ওসমান- পতঙ্গপিঞ্জর শওকত ওসমান (১৯১৭-১৯৯৮) জন্ম পশ্চিমবঙ্গের হুগলি জেলার সবলসিংহপুর গ্রামে। পিতৃপ্রদত্ত নাম শেখ আজিজুর রহমান। মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস পতঙ্গপিঞ্জর ১৯৮৩ সালে প্রকাশিত ১৭ টি পরিচ্ছেদ। প্রধান চরিত্র মোহাম্মদ আলী।
🔰 সৈয়দ ওয়ালীউল্লাহ্ -চাঁদের অমাবস্যা সৈয়দ ওয়ালীউল্লাহ (১৫ আগষ্ট ১৯২২ -১০ অক্টোবর ১৯৭১) আত্নপ্রকাশ ছোট গল্প রচয়িতা হিসেবে। ১৯৬৪ সালে প্রকাশিত।
🔰 শওকত আলী -দক্ষিণায়নের দিন শওকত আলী ১৯৩৬ সালে জন্ম।দক্ষিনায়নের দিন মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস। তিনি ফিলিপস সাহিত্য পুরুষ্কার পান। ১৯৭৬ সালে সাপ্তাহিক বিচিত্রা পত্রিকার ঈদ সংখ্যায় প্রথম প্রকাশিত। ১৯৮৫ সালে প্রকাশিত। ২০ টি পরিচ্ছেদে বিভক্ত। চরিত্র সমূহ রাখি, বুলু, হাসান, মনি রাশেদ সাহেব, সেজান, সালমা।
(ঘ) প্রবন্ধ :
🔰 মোতাহার হোসেন চৌধুরী - সংস্কৃতি-কথা মোতাহের হোসেন চৌধুরী (১৯০৩-১৯৫৬) সংস্কৃতি কথা গ্রন্থে ৩০ টি প্রবন্ধ রয়েছে। সংস্কৃতি কথা প্রবন্ধ ১৯৫৮ সালে প্রকাশিত। শিখা পত্রিকার সাথে যুক্ত ছিলেন।
🔰 আবুল ফজল- শুভবুদ্ধি আবুল ফজল (১৯০৩-১৯৮৩) শুভবুদ্ধি ৩৫ টি প্রবন্ধ রয়েছে। প্রথম প্রবন্ধ সংবাদপত্রের স্বাধীনতা প্রসঙ্গ। ১৯৬২ সালে বাংলা একাডেমী পুরষ্কার লাভ করেন। আত্মজীবনীমূলক গ্রন্থ রোজনামচা।
🔰 আবদুল হক -ক্রান্তিকাল আব্দুল হক (১৯১৮-১৯৯৭) ক্রান্তিকাল ১৯৬২ রওজন জাহান ও আখতার জাহানকে উৎসর্গ করেন ১৮ টি প্রবন্ধ রয়েছে। ছদ্মনাম আবু রায়হান আবু আহসান।
No comments