রাজকন্যারে না বলা কিছু কথা - মোঃ মাসুদ রানা

Image may contain: one or more people and close-up


প্রিয়, (আয়েশা সিদ্দিকা), 

আশা করি উন্মুক্ত ধরায় মুক্ত বিহঙ্গের মত সুখেই আছো তুমি। তোমার ওই নিশাচর চোখের, রক্তিমধমনী মুগ্ধ করেছে আমায়। হয়তো কোন কবিতা নয়,কোন কাব্য নয়, হয়তো হিমাবতী কন্যা হয়েই হৃদয়ে হিমসাগরের মাঝে তুমি রক্তিম আভায় ভরিয়ে দিয়েছো আমায়। "তোমাতে খুঁজে পেয়েছি আমি আমার মনের চার দেয়ালে, তুমি আমার স্বপনে আঁকা সুখের কার্নিবাল।" তোমায় হৃদয়ে রেখেছি বলে,হাজারো গোলাপের কাঁটার আঘাত আমায় আজও সুখ দেয়।

বিষাদ মাঝে সুখ তুমি দিয়েছো অন্তরালে, প্রতিটা মুহূর্তে এখন শুধু তোমায় মনে পড়ে।

I don't know what is love.. but you taught me the real meaning of love...We have become magnets, you move I move. I love just be mine. You’re the only thing that exists in my world. Everything I do just to see a smile on your face. I think I am in love with you... I want to say frim the bottom of my heart really I fell you.. are be my love??

your best wisher, 

(Ayesha Siddika )

No comments

Powered by Blogger.