কবিতা - বোবা কান্না লেখকঃ (জিন্নাতুন নূর মিম)
সূখের আকাশটা আজ,
রাতের মতো কালো।
সাজানো সপ্নগুলো,
হয়ে গেছে এলোমেলো।
নেই কোনো আশা,
সব গেছে হারিয়ে।
কষ্টের ভূবনে আজ,
আমি একা দাঁড়িয়ে।
কেন নিরবে বুক ফাটি যে,
কাঁদতে হয় আমায়।
কষ্টের ভূবনে আজ
হারিয়ে যেতে চাই।
সম্পাদক : মোঃ মাসুদ রানা ,প্রধান কার্যলয়ঃ ১৭/১ -পিপড়াছিট(মাস্টারবাড়ী-১৪৩), কালিয়াকৈর -১৭৫০, গাজীপুর। মোবাইল: ০১৫১৭১২৫২৮১ বিজ্ঞাপন ফোন, সার্কুলেশন : ০১৬১২২২৫০২৫। E-mail : info@masudbdtech.com
No comments