সকল শিক্ষা বোর্ডের এস এস সি রেজাল্ট ২০২০ পোস্টে আপনাকে স্বাগতম, ২১ মে বেলা ১১ টার পর প্রকাশ করা হতে পারে ২০২০ সালের মাধ্যমিক/ এসএসসি রেজাল্ট। এছাড়া মাধ্যমিক ফলাফল ২০২০ সহ সমমানের দাখিল ফলাফল ২০২০ এবং ভোকেশনাল ফলাফল ২০২০ প্রকাশিত হবে। গতবার এসএসসি ও সমমান পরীক্ষায় ১০ শিক্ষা বোর্ডে গড় পাসের হার ছিলো ৮২ দশমিক ২০ শতাংশ ও জিপিএ-৫ পেয়েছিলো ১ লাখ ০৫ হাজার ৫৯৪ জন শিক্ষার্থী। তার আগের বছর ছাত্রের তুলনায় ১.৫৩% ছাত্রী বেশি পাস করেছে।নোটিশঃ আজ ( বৃহস্পতিবার,০৭ মে ) থেকে সকল শিক্ষাবোর্ড আংশিক খোলা শুরু হয়েছে। ফলে ৪১ দিন বন্ধ থাকায় রেজাল্ট তৈরি করা সম্ভব হয়নি। তবে দুই সপ্তাহের মধ্যে এসএসসি-সমমান রেজাল্ট প্রকাশ করতে চেষ্টা করা হচ্ছে। প্রয়োজনে বোর্ডে ০২ টা শিফট কাজ করে কাজ গুছিয়ে নিয়ে আসবে। সরাসরি এসএসসি-সমমান মার্কশিটসহ ফলাফল ও আপডেট নিউজ পেতে আমাদের সাথেই থাকুন।সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট/ এসএসসি রেজাল্ট ২০২০ আগামী ১০ মে বেলা ০১ টার পর বাংলাদেশ শিক্ষা বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে www.educationboardresults.gov.bd এ প্রকাশিত হবে ও অভিভাবকদের মোবাইল ফোনে মেসেজ চলে যাবে। এছাড়া এস এস সি পরীক্ষার রেজাল্ট ২০২০ বাংলাদেশ সব শিক্ষা বোর্ডের নিজস্ব ওয়েবসাইটেও প্রকাশিত হবে । ssc রেজাল্ট 2020 আমাদের ওয়েবসাইটেও পাওয়া যাবে। ২০২০ সালের ০৩ ফেব্রুয়ারি এসএসসি পরীক্ষার শুরু হয় এবং ০৫ মার্চ ২০২০ ব্যাবহারিকসহ শেষ হয়। ২০২০ সালের এসএসসি ও সমমানের পরীক্ষায় মোট ২০ লাখ ৪৭ হাজার ৭৭৯ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেছেন। গত বছর ২০১৯ সালে পরীক্ষার্থী ছিল ২১ লাখ ৩৫ হাজার ৩৩৩। ফলে এবার ৮৭ হাজার ৫৫৪ জন পরীক্ষার্থী কমে গেছে। ২০২০ সালের পরীক্ষায় ১০,২২,৩৩৬ জন ছাত্র আর ১০,২৩,৪১৬ ছাত্রী। মোট ২০,৪৭,৭৭৯ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেন মাধ্যমিক এর চূড়ান্ত পরীক্ষায়। এসএসসি বা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষা ছাত্র ছাত্রীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ । বাংলাদেশের প্রেক্ষাপটে এসএসসি পরীক্ষার ফলাফল দ্রুত জানা পরীক্ষার্থী ও অভিভাবকদের আগ্রহের কেন্দ্রবিন্দু থাকে।ফলে আমরা নিজস্ব সার্ভার ও বিভিন্ন পদ্ধতি নিয়ে রয়েছি আপনার পাশে। গতবার ২০১৯ এর রেজাল্ট ) বিস্তারিত ) রাজশাহী বোর্ডের পাশের হার ৯১.২০ ও জি পি এ ৫ পেয়েছে ২২২৯৫ জন শিক্ষার্থী। ঢাকা বোর্ডের পাশের হার ৯১.২০ ও জি পি এ ৫ পেয়েছে ২৯৬৮৭ জন শিক্ষার্থী। যশোর বোর্ডের পাশের হার ৯০.৮৮ ও জি পি এ ৫ পেয়েছে ৯৯৪৮ জন শিক্ষার্থী।কুমিল্লা বোর্ডের পাশের হার ৮৭.১৬ ও জি পি এ ৫ পেয়েছে ৮৭৬৪ জন শিক্ষার্থী।সিলেট বোর্ডের পাশের হার ত ৭০.৮৩ও জি পি এ ৫ পেয়েছে ২৭৫৭ জন শিক্ষার্থী।দিনাজপুর বোর্ডের পাশের হার ৮৪,১০ ও জি পি এ ৫ পেয়েছে ৯০২৩ জন শিক্ষার্থী।চট্টগ্রাম বোর্ডের পাশের হার ৭৮.১১ ও জি পি এ ৫ পেয়েছে ৭৩৯৩ জন শিক্ষার্থী।বরিশাল বোর্ডের পাশের হার ৭৭.৪১ ও জি পি এ ৫ পেয়েছে ৪১৮৯ জন শিক্ষার্থী।শুধুমাত্র এসএসসিতে আটটি বোর্ডে এ বছর পাশের হার ৮২ দশমিক ৮০ ।মাদ্রাসা বোর্ডের পাশের হার ৮৩.০৩ ও জি পি এ ৫ পেয়েছে ৬,২৮৭ জন শিক্ষার্থী। কারিগরি বোর্ডের পাশের হার ৭২.২৮ ও জি পি এ ৫ পেয়েছে ৪,৫৫১ জন শিক্ষার্থী। »» অফিসিয়াল পদ্ধতি ( ০১) এস এস সি রেজাল্ট 2020 কিভাবে দেখবেন ? এসএসসি শিক্ষার্থীদের প্রতি বছরেই একটি সাধারণ প্রশ্ন থাকে,কিভাবে এস এস সি রেজাল্ট 2020 দেখবো । এই পোস্টে, আমি এস এস সি ফলাফল ২০২০ সংগ্রহ করার জন্য আপনাকে সকল সহজ ও বিকল্প পদ্ধতি দেখাবো। প্রতিটি ছাত্র দ্রুত তাদের ফলাফল সংগ্রহ করতে চায়, এই কারনে এই পোস্টটি সাবধানে পড়ুন। এসএসসি রেজাল্ট এর জন্য নীচের পদ্ধতি অনুসরণ করুন। নীচের এই ধাপগুলি অনুসরণ করুন। # ধাপ ১: আপনার ব্রাউজার বা উপর থেকে ক্লিক করে https://www.kfplanet.com অথবা www.educationboardresults.gov.bd সাইটে ঢুকে পড়ুন। যেটা নতুন ট্যাবে ওপেন হবে। ( উপরের ছবিতে ক্লিক করার পর নতুন ট্যাব ওপেন হবে ফলে রেজাল্টের জন্য সেই ট্যাবে চলে যান) # ধাপ ২: একটু নিচের দিক এসে পরীক্ষার” বিকল্প থেকে এসএসসি / দাখিল নির্বাচন করুন। # ধাপ ৩: আপনার পরীক্ষার বছর হিসাবে 2020 সিলেক্ট করুন। # ধাপ ৪: এখন আপনার বোর্ডের নাম নির্বাচন করুন। # ধাপ ৫: পরবর্তী দুটি বাক্সে আপনার এসএসসি রোল নম্বর এবং রেজিস্ট্রেশন সংখ্যা লিখুন। # ধাপ ৬: নিরাপত্তা বিশিষ্ট গণিত সমাধান করুন এবং সাবমিট বাটনে ক্লিক করুন। # ধাপ ৭: আপনার এস এস সি রেজাল্ট দেখাবে। »» অফিসিয়াল পদ্ধতি ( ০২)
# ধাপ ১: আপনার কম্পিউটার বা ফোনের ব্রাউজার থেকে থেকে দেশের ওয়েব বেজড পাবলিকেশন সিস্টেম https://eboardresults.com এ ঢুকে পড়ুন। # ধাপ ২: “পরীক্ষার Examination” বিকল্প থেকে এসএসসি SSC/Dakhil/ Equivalent নির্বাচন করুন। # ধাপ ৩: আপনার পরীক্ষা বছর হিসাবে 2020 সিলেক্ট করুন। # ধাপ ৪: এখন আপনার বোর্ডের নাম নির্বাচন করুন। # ধাপ ৬: রেজাল্ট টাইপে ইন্ডিভিজুয়াল individual অপশন সিলেক্ট করুন। ( আর যদি কোন স্কুলের সব রেজাল্ট চান তাহলে ইন্সটিটিশন বা আরো অপশন সিলেক্ট করতে পারেন)। # ধাপ ৭: আপনার এস এস সি রেজাল্ট দেখাবে। »» এসএমএস পদ্ধতিঃ এসএমএস দ্বারা আপনার এসএসসি রেজাল্ট ২০২০ মোবাইল ফোন থেকে পেতে পারেন।এস এস সি রেজাল্ট দেখার দ্রুত ও সহজ মাধ্যম হলো এম.এস.এস । বাংলাদেশ সব মোবাইল অপারেটর দ্রুত ডেলিভারি করে থাকে এস.এস.সির ফলাফল। প্রথমে মেসেজ অপশনে যেতে হবে এবং SSC <স্পেস> আপনার বোর্ড নাম (প্রথম তিনটি অক্ষর )<স্পেস> রোল নং <স্পেস> 2020 এএবং 16222 নম্বরে পাঠাতে হবে। For Example: SSC<Space>DHA<Space>153630<Space>2020 send to 16222 আপনাদের সুবিধার্থে নিচে সংক্ষিপ্ত নাম দেয়া হলোঃ Dhaka Board= DHA, Barisal Board=BAR, Sylhet Board = SYL, Comilla Board = COM, Chittagong Board = CHI, Rajshahi Board = RAJ, Jessore Board = JES, Dinajpur Board = DIN, Madrasah Board = MAD, Technical Board= TEC. এসএসসি পরীক্ষার ফলাফল ২০২০আপনি সরাসরি আপনার বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করে এস.এস.সি রেজাল্ট দেখতে পারেন। সাথে সাথে মার্ক শিট ডাউনলোড করতে পারেন। »» বোর্ড ওয়েবসাইটের মাধ্যমেঃ নম্বর সহ এসএসসি রেজাল্ট www.jessoreboard.gov.bd dhakaeducationboard.gov.bd barisalboard.gov.bd comillaboard.gov.bd rajshahieducationboard.gov.bd sylhetboard.gov.bd Vocational Educational Board Bangladesh Madrasah Education Board »» মোবাইল ফোনের এপস এর মাধ্যমেঃ আপনি সরাসরি আপনার এন্ড্রয়েড ফোনের এপস এর মাধ্যমে এস এস সি ২০২০ এর ফলাফল দেখতে পারেন। ভালো রেটিং এর কিছু এপস এর সরাসরি ডাউনলোড এর লিংক দেয়া হলোঃ App Name: SSC Result 2020 (মার্কশীট সহ) Apps Name: ssc ফলাফল ২০২০ Apps Name: SSC Result 2020 (মার্কশীট সহ) All Board »» ফেসবুকের মাধ্যমেঃ কাঙ্ক্ষিত এসএসসি ফলাফল ফেসবুকের মাধ্যমেও পেতে পারেন সবার আগে। বিভিন্ন ফেসবুক গ্রুপ ও পেজ স্ব প্রণোদিত হয়ে ফ্রিতে শিক্ষার্থীদের চাওয়া পুরন করতে চেষ্টা করে। যেখানে বাংলাদেশের বড় বড় হ্যাকারদের পেজ ও আছে যারা সবার আগে আপনার এস এস সি রেজাল্ট দিয়ে থাকে। যদি আপনার নেট স্পিড কম থাকে বা নেট না থাকে তাহলে ফেসবুকের এই সমস্ত পেজ ও গ্রুপে একটিভ থাকতে পারেন। ফলে সবার আগেই গত রাত বা সকালে রেজাল্ট হাতের মুঠোয় পেতে পারেন। এমন কিছু গ্রুপ এর লিংক দেয়া হলোঃ সাইবার ৭১ Bangladesh Black HAT দাখিল পরীক্ষার রেজাল্ট ২০২০
# ধাপ ১ঃ উপর থেকে www.educationboardresults.gov.bd বা https://eboardresults.com এ ঢুকে পড়ুন। # ধাপ ২: “পরীক্ষার Examination” বিকল্প থেকে ssc/ দাখিল Dakhil নির্বাচন করুন। # ধাপ ৩: আপনার পরীক্ষা বছর হিসাবে 2020 সিলেক্ট করুন। # ধাপ ৪: এখন আপনার বোর্ডের নাম নির্বাচন করুন। # ধাপ ৫: রেজাল্ট টাইপে ইন্ডিভিজুয়াল individual অপশন সিলেক্ট করুন। ( আর যদি কোন স্কুলের সব রেজাল্ট চান তাহলে ইন্সটিটিশন বা আরো অপশন সিলেক্ট করতে পারেন)। # ধাপ ৬: আপনার দাখিল পরীক্ষার রেজাল্ট দেখাবে। এস এম এস এর মাধ্যমে দাখিল পরীক্ষার ফলাফলঃ মেসেজ অপশনে গিয়ে SSC অথবা DAKHIL লিখে স্পেস দিয়ে টেকনিক্যাল শিক্ষা বোর্ডের প্রথম তিন অক্ষর লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে পাসের সাল লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে। উদাহরণ: টেকনিক্যাল বোর্ডের ক্ষেত্রে SSC TEC 123456 2020 লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে। ভোকেশনাল পরীক্ষার রেজাল্ট ২০২০ঃ # http://www.educationboardresults.gov.bd/ ভিজিট করুন। #ssc(vocational) সিলেক্ট করুন। #২০২০সিলেক্ট করুন #বোর্ড এর নাম টেকনিক্যাল নির্বাচন করুন। #রোল নাম্বার ও রেজিস্ট্রেশন নাম্বার লিখুন # অংকের যোগফল লিখুন। যেমন (৫+৪=৯) # Submit বাটনে Click দিয়ে রেজাল্ট দেখুন। SMS এর মাধ্যমে মাদ্রাসা বোর্ডের এস এস সি রেজাল্ট দেখার নিয়মঃ
উদাহরণ: টেকনিক্যাল বোর্ডের ক্ষেত্রে SSC TEC 123456 2020লিখে 16222 নম্বরে পাঠাতে হবে। বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এস এস সি ফলাফলঃ SMS এর মাধ্যমে বাউবি এসএসসি ফলাফল পাওয়ার জন্য আপনার ফোনের এসএমএস অপশনে গিয়ে লিখুনঃ bou<space>student ID (11digits without any space, for example 10023810001) লিখে বাংলালিংক অপারেটর থেকে ২৭০০ এবং অন্যান্য অপারেটর থেকে ২৭৭৭ এ পাঠিয়ে দিন। উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের এস এস সি রেজাল্ট দেখুন এখানে ক্লিক করে। এস এস সি পরীক্ষার ফলাফল পুনঃনিরীক্ষণঃ দেশীয় সিম টেলিটক থেকে আগামী ১১ মে থেকে ১৫ মে ( সম্ভাব্য) এস এস সি পরীক্ষার ফলাফল পুনঃনিরীক্ষণ এর আবেদন করতে পারবেন। আবেদন করতে আপনার মোবাইলের মেসেজ অপশনে যেয়ে RSC লিখে স্পেস দিয়ে আপনার বোর্ডের নামের প্রথম তিন অক্ষর লিখে স্পেস দিয়ে এসএসসি/ দাখিল/ ভোকেশনাল এর রোল নম্বর লিখে স্পেস দিয়ে যে বিষয়ে ফলাফল পুনঃনিরীক্ষণ করতে চান সেটার বিষয় কোড লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে। কিছুক্ষণের মধ্যে খাতা চ্যালেঞ্জের ফি বাবদ কত টাকা কেটে নেওয়া হবে তা জানিয়ে একটি পিন নম্বর দেওয়া হবে। যদি পর্যাপ্ত টাকা থাকে তাহলে RSC লিখে স্পেস দিয়ে YES লিখে স্পেস দিয়ে পিন নম্বর লিখে স্পেস দিয়ে একটি কন্ট্রাক মোবাইল নম্বর লিখে ১৬২২২ নম্বরে এসএমএস পাঠাতে হবে। এখানে উল্লেখ্য, প্রতিটি বিষয় বা প্রতি পত্রের জন্য ১২৫ টাকা করে কেটে নেয়া হবে। এস এস সি রেজাল্ট ২০২০
No comments