কৃষকের ধান কাটায় সর্বাত্মক সহযোগিতা করবে বোয়ালী ইউনিয়ন ছাত্রলীগ

মৌলভীবাজারে আমন ধান কাটা শুরু
বোয়ালী ইউনিয়ন প্রতিনিধি- 
করোনার কারণে শ্রমিক সংকটে পড়া কৃষকদের বোরো মৌসুমের পাকা ধান কাটায় সর্বাত্মক সহযোগিতা করার আশ্বাস দিয়েছে । কেন্দ্রীয় ছাত্রলীগ ও কালিয়াকৈর উপজেলা ছাত্রলীগ প্রেস বিজ্ঞপ্তিতে সকল নেতা কর্মীদের নিরাপদ সামাজিক দূরত্ব বজায় রেখে কৃষকদের পাকা ধান ঘরে তোলায় সহযোগিতা করার আহ্বান জানানো হয়। 
এই কার্যক্রম সম্পর্কে বোয়ালী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ইকবাল রাসেল বলেন, দেশরত্ন শেখ হাসিনার আহ্বানে সাড়া দিয়ে এবং কেন্দ্রীয় ছাত্রলীগ ও কালিয়াকৈর উপজেলা ছাত্রলীগের সার্বিক দিকনির্দেশনায় আমরা বোয়ালী ইউনিয়ন ছাত্রলীগ কৃষক ভাইদের পাশে দাঁড়ানোর যাবতীয় প্রস্তুতি গ্রহণ করেছি এবং আমাদের সকল নেতাকর্মীদের সেই অনুযায়ী দিকনির্দেশনা প্রদান করেছি। এই ক্রান্তিকালে কৃষকদের পাশে থেকে পাকা ধান ঘরে তোলার কাজে আমাদের সহযোগিতা অব্যাহত থাকবে।
FacebookTwitterEmailPinterestWhatsAppShare

No comments

Powered by Blogger.