আজ বিশ্ব শিক্ষক দিবস

মানুষের মতো মানুষ হতে শিক্ষার প্রয়োজনীয়তা কতখানি তা মনে-প্রাণে বুঝেছিলেন পলান সরকার। তাই শিক্ষার আলো ছড়াতে তিনি গ্রামে গ্রামে ঘুরে ছোট-বড় সবার দোরগোড়ায় বই হাতে পৌঁছে যেতেন। আজ ৫ অক্টোবর, বিশ্ব শিক্ষক দিবস। মানুষ গড়ার কারিগর সকল শিক্ষকদের প্রতি বিনম্র শ্রদ্ধা ও ভালবাসায়​ বিশ্বের বিভিন্ন দেশের মতো বাংলাদেশেও দিবসটি পালন করা হচ্ছে।








শিক্ষক মোদের প্রাণের গুরু
আর্দশের-ই প্রতীক
তার দেখানো পথে হাঁটে
ছাত্র-ছাত্রী পথিক।

শিক্ষক জ্বালান মনে প্রদীপ
প্রতিভা বিকাশে
শিক্ষক ছড়ান জ্ঞানের আলো
অশিক্ষার আকাশে।

শিক্ষক হলেন আলোর পথের
সত্য নির্ভীক যাত্রী
অনুসরণে পথ চলে
সকল ছাত্র-ছাত্রী।

মায়ের কাছে শিশুর শিক্ষা
জন্ম থেকেই শুরু
মায়ের পরে শিক্ষক হলেন
জ্ঞানের অন্য গুরু।

একটা জাতির জন্য মঙ্গল
আদর্শবান শিক্ষক
একজন শিক্ষক হনযে জাতির
প্রতিভার-ই রক্ষক।

যেসব শিক্ষক আদর্শতায়
শিক্ষা দিতে রত
তাদের দেখলে হয়যে আমার
শ্রদ্ধায় মাতা নত।

শিক্ষক সকল ন্যস্ত থাকেন
জ্ঞান ছড়ানোর চাষে
সম্মান করলে শিক্ষকদেরকে
সাফল্যতা আসে।

শিক্ষক হলেন শ্রদ্ধার পাত্র
শিক্ষার অতি সুজন
শিক্ষকরাই করেন একেকজন
উকিল ডাক্তার সৃজন।

২।
বদলে গেছে শিক্ষার ক্ষেত্র
বদলে গেছে শিক্ষা
শিক্ষা নিয়ে শিক্ষক সকল
করেন এখন ভিক্ষা।

পাড়ায় পাড়ায় গড়ে তোলেন
নানান কোচিং সেন্টার
মন ভুলানো বিজ্ঞাপণে
করেন ছাত্র হান্টার।

ছোট একটি রুমে গড়েন
একটি শ্রেণীকক্ষ
ঠাসাঠাসি ছাত্র-ছাত্রী
মেধাতে নয় দক্ষ।

মেধা বিকাশ নয় উদ্দেশ্য
টাকা আয়ের রাস্তা
এমনি করে ভাঙ্গেন তারা
ছাত্র-ছাত্রীর আস্থা।

ভর্তি হতে হলে আগে
অগ্রিম গুনতে হয়যে
তা-না হলে ছাত্র/ছাত্রীর
ভর্তি হতে ভয়যে।

প্রশ্নফাঁসে মদদ দিতে
কিছু শিক্ষক রত
কোচিং সেন্টারের নাম উজ্জ্বল
করতে শিক্ষক ব্রত।

এমন শিক্ষা চাইনা মোরা
শিক্ষক নয়তো বটে
একটা জাতি চায়না কভু
এমন শিক্ষা মোটে।

আদর্শ শিক্ষক কামনায়
উৎসুক একটা জাতী
শিক্ষক যেনো হয়ে উঠেন
আঁধার পথের বাতি।
admin@masudbdtech.com

No comments

Powered by Blogger.