.৩নং বোয়ালী ইউনিয়নে স্মার্ট কার্ড বিতরন ২০১৯/২০


গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলার অন্তর্গত ৩নং বোয়ালী ইউনিয়ন এর সকল ভোটারদের স্মার্ট কার্ড আগামি ০১/১১/২০১৯ থেকে ০৬/১১/১৯ইং তারিখ পর্যন্ত বিতরন করা হবে।

বাংলাদেশে স্মার্টকার্ড বিতরণ কার্যক্রম চলছে পুরোদমে। নাগরিকদের জাতীয় পরিচয়পত্র হিসেবে কাগজের ওপর লেমিনেটিং করা যে আইডি কার্ড ব্যবহৃত হয়ে আসছে, সেই কার্ডকে প্রতিস্থাপন করবে ইলেকট্রনিক চিপ সমৃদ্ধ নতুন প্রযুক্তির স্মার্ট আইডি কার্ড। এই মেশিন রিডেবল কার্ডে ডিজিটাল পদ্ধতিতে সংরক্ষিত থাকে নাগরিকের বিভিন্ন তথ্য যা বিভিন্ন সুযোগ সুবিধা প্রাপ্তিকে আরও সহজ করবে। আপনি যদি এখনও স্মার্টকার্ড না পেয়ে থাকেন, তবে আপনার কার্ড কবে পাবেন সে সম্পর্কিত তথ্য সহজেই জানতে পারেন। নিচে উপায়গুলো দেয়া হল।

এসএমএস বা কল করে স্মার্টকার্ড বিতরণের তথ্য

মোবাইলের মেসেজ অপশনে গিয়ে SC লিখে স্পেস দিয়ে NID লিখে স্পেস দিয়ে ১৭ ডিজিটের এনআইডি নম্বর লিখতে হবে। আপনার এনআইডি নম্বর যদি ১৩ ডিজিটের হয়, তাহলে এনআইডি নম্বরের শুরুতে জন্ম সাল যুক্ত করে নেবেন। এরপর মেসেজটি ১০৫ নম্বরে পাঠালেই (যেকোনো মোবাইল অপারেটর থেকে)  ফিরতি মেসেজে পাবেন আপনার স্মার্টকার্ড বিতরণের তথ্য। যদি এরকম উত্তর আসে “Your card distribution date is not scheduled yet, please try later”, তাহলে বুঝতে হবে আপনার স্মার্টকার্ড বিতরণের তারিখ ও স্থান এখনও নির্ধারিত হয়নি। সুতরাং কিছুদিন পর আবারও এভাবে ট্রাই করুন।

admin@masudbdtech.blogspot.com

No comments

Powered by Blogger.