কালিয়াকৈর উপজেলা নির্বাচনে চেয়াম্যান ও বাইস চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছেন যারা

কালিয়াকৈর উপজেলা নির্বাচনে ৯জনের মনোনয়ন দাখিল

হুমায়ুন কবির,কালিয়াকৈর(গাজীপুর)প্রতিনিধি।
আসন্ন ২৪ মার্চ তৃতীয় দফায় উপজেলা পরিষদ নির্বাচন। নির্বাচনকে সামনে রেখে গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় ৯জন প্রার্থী মনোনয়ন পত্র জমা দিয়েছেন। মঙ্গলবার বিকেল ৫টায় নির্বাচন কার্যালয়ে অতিরিক্ত উপজেলা নির্বাচন অফিসার আছলামের কাছে আনুষ্ঠানিক ভাবে মনোনয়ন ফরম জমাদেন প্রার্থীরা। চেয়ারম্যান পদে ৩জন, ভাইস চেয়ারম্যান পদে ২জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪ জন প্রার্থী মনোনয়ন ফরম জমা দিয়েছেন।
নির্বাচন কার্যালয় সুত্রে জানা যায়, উপজেলা নির্বাচন কার্যালয়ে চেয়ারম্যান পদে আওয়ামীলীগ মনোনীত গাজীপুর জেলা আওয়ামীলীগের শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক বর্তমান উপজেলা চেয়ারম্যান রেজাউল করিম রাসেল,পরে চেয়ারম্যান পদে মনোনয়ন জমাদেন স্বতন্ত্র প্রার্থী উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান কামাল উদ্দিন সিকদার,স্বতন্ত্র প্রার্থী এম এ আলীম।অপর দিকে ভাইস চেয়ারম্যান পদে মনোনয়ন পত্র জমাদেন গাজীপুর জেলা যুবলীগের যুগ্ন আহবায়ক সেলিম আজাদ ও এডভোকেট তোফাজ্জল হোসেন মৃধা তপু। মহিলা ভাইস চেয়ারম্যান পদে মনোনয়ন পত্র জমা দেন বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস আক্তার, জায়েদা নাসরিন,নাজমা সরকার ও সানজিদা আক্তার।অতিরিক্ত উপজেলা নির্বাচন অফিসার আছলাম জানান,উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে ৩জন,ভাইস চেয়ারম্যান পদে ২জন,মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪জন মনোনয়ন পত্র জমা দিয়েছেন।নির্বাচনের তফসিল অনুযায়ী ২৬ ফেব্রুয়ারী মনোনয়ন পত্র জমাদানের শেষ তারিখ,যাচাই বাছাই হবে ২৮ ফেব্রুয়ারী,প্রার্থীতা প্রত্যাহার ৭ মার্চ, ২৪ মার্চ ভোট গ্রহন হবে।

No comments

Powered by Blogger.