কিছু সত্য অনুভূতি সম্পর্ক মৃত্যুর শেষ গন্তব্য
কারো মায়ায় ঝড়ানোটা খুব সহজ কিন্তু তাকে ভুলে যাওয়াটা মৃত্যুর থেকেও কঠিন।ইচ্ছে নেই আর কারো প্রতি মায়া বাড়ানোর থাকুক না সে তার মতো আমায় ছেড়ে ভালো।পৃথিবীতে সবচেয়ে বড় দুইটা ভুল হচ্ছে প্রথমতো কারো কথা ভেবে রাত জাগার অভ্যাস করে ফেলা।দ্বিতীয়ত নিজে সুন্দর না হয়েও কাউকে অতিরিক্ত ভালোবেসে ফেলা।পৃথিবীর সবচেয়ে অসহায় হলো সেই মানুষ যে নিজের রাগ অভিমান কষ্ট কাউকে দেখাতে না পারা। না পারে চিৎকার করে কান্না করতে পারে শুধু চোখের জল লুকিয়ে হাসতে।হাসি দিয়ে হয়তো সবকিছু প্রকাশ করা যায় না, কিন্তু অনেককিছু আড়াল করা যায়। "অল্পতে যার চোখে পানি আসে সবাই তাকেই কাদাতে ভালোবাসে।
হঠাৎ করে তোমার জীবনে একজন আসবে সে তোমার কথা বলার সঙ্গী হবে তোমার সব দুঃখ কষ্ট ভাগ করে নেবে তোমাকে সাহস জোগাবে তোমার ছোটখাটো বিষয়ে যত্ন নেবে তোমার যত কষ্ট কথার মলম দিয়ে সারিয়ে তুলবে তোমাকে রোদে পুড়তে শেখাবে বৃষ্টিতে ভিজতে শেখাবে দিনের পর দিন, রাতের পর রাত তোমার সাথে কথা বলবে সবচেয়ে বড় কথা তোমাকে নতুন করে বাঁচতে শেখাবে তখন তোমার মনে হবে হ্যাঁ এরকম একজনকে অমি চেয়েছিলাম অনেক বছর অপেক্ষার পর আমি তাকে পেরেছি আমার পাশে আছে একজন তারপর যখন কথা বলার অভ্যাসটা তোমার বদভ্যাসে পরিনত হয়ে যাবে তখন একদিন হঠাৎ করে মানুষটাও বদলে যাবে তোমাকে ব্যস্ততা দেখাবে, সারাদিন অপেক্ষা করার পরেও একটা মেসেজ বা কল আসবে না তুমি বারবার ফোন চেক করবে কিন্তু তোমার অপেক্ষা অপেক্ষায় থেকে যাবে প্রথম প্রথম দুই একবার কল করে তোমাকে বোঝাবে, সে নিরুপায়, তার জীবনে খুবই ব্যস্তটা, তাই সে সময় দিতে পারছে না।
এরপর আস্তে আস্তে সব যোগাযোগ বন্ধ হয়ে যাবে। তুমিও বুঝতে পারবে সে আর তোমাকে সময় দিতে পারছে না তাই তুমিও মেসেজ বা কল করে বিরক্ত করা বন্ধ করে দিবে । যে মানুষেটির জন্য একদিন তুমি ডিপ্রেশন থেকে বেরিয়ে এসেছিলে আবার সেই মানুষটির জন্যই তুমি আরো গভীর' ডিপ্রেশনে চলে যাবে । তখন মনে হবে আগে তুমিটাই ভালো ছিলে আগের একাকীত্ব টাই ভালো ছিলো. জীবনে একা থাকা খুব সহজ কিন্তু জীবনে কেউ এসে চলে যাওয়ার যে একাকীত্ব সেটা বড়ই কষ্টদায়ক।
No comments