অনার্স চতুর্থ বর্ষের জন্য বাংলা বিভাগ ভাইভা প্রস্তুতি
বাংলা
বিভাগ ২০১৬-১৭
[
ভাইভার জন্য চার বছরের কোর্স সমূহ এবং কোর্স কোড ৩১০০ নাম্বারের পরীক্ষা ]
অনার্স ১ম বর্ষ (৬০০ নাম্বারের পরীক্ষা
)
Ø বাংলাদেশ ও বাঙালির ইতিহাস ও সংস্কৃতি (প্রাচীন কাল থেকে ২০০০ –খ্রিস্টাব্দ পর্যন্ত) ২১১০০১
Ø বাংলা ভাষার ইতিহাস ও ব্যবহারিক বাংলা -২১১০০৩
Ø বাংলা কবিতা-১ (২১১০০৫)
Ø বাংলা উপন্যাস -১ (২১১০০৭)
Ø স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস (২১১৫০১)
Ø সমাজকর্ম পরিচিতি –(২১২১১১)
অনার্স ২য় বর্ষ (৭০০ নাম্বারের পরীক্ষা)
Ø বাংলা সাহিত্যের ইতিহাস-১ (২২১০০১)
Ø মধ্যযুগের কবিতা
(২২১০০৩)
Ø বাংলা কবিতা- ২ (২২১০০৫)
Ø বাংলা নাটক -১ (২২১০০৭)
Ø বাংলাদেশের সমাজ
বিজ্ঞান (২২২০০৯)
Ø রাজনৈতিক সংগঠন এবং
ব্রিটেন ও মার্কিন যুক্তরাষ্ট্রের রাজনৈতিক ব্যবস্থা (২২১৯০৯)
Ø ইংরেজি (২২১১০৯)
অনার্স ৩য় বর্ষ (৮০০
নাম্বারের পরীক্ষা)
Ø বাংলা সাহিত্যের ইতিহাস-২ (২৩১০০১)
Ø প্রাচীন ও মধ্যযুগের
কবিতা (২৩১০০৩)
Ø বাংলা ছোট গল্প- ১
(২৩১০০৫)
Ø ফোকলারতত্ত্ব ও বাংলা
লোকসাহিত্য (২৩১০০৭)
Ø রুপতত্ত্ব , রসতত্ত্ব ,
অলংকার ও ছন্দ (২৩১০০৯)
Ø বাংলা প্রবন্ধ-১
(২৩১০১১)
Ø বাংলা রম্য ও ভ্রমন
সাহিত্য (২৩১০১৩)
Ø বাংলা উপন্যাস -২
(২৩১০১৫)
Ø অনার্স ৪র্থ বর্ষ ( ১০০০ নাম্বারের পরীক্ষা )
Ø বাংলা সাহিত্যের ইতিহাস-৩ (১৯৪৭-২০০০ খ্রি)
(২৪১০০১)
Ø বাংলা উপন্যাস -৩
(২৪১০০৩)
Ø পাশ্চাত্য
সাহিত্যতত্ত্ব এবং সাহিত্য সমালোচনা পদ্ধতি (২৪১০০৫)
Ø বাংলা নাটক -২ (২৪১০০৭)
Ø অনুবাদে চিরায়ত সাহিত্য
– (২৪১০০৯)
Ø বাংলা ছোট গল্প -২
(২৪১০১১)
Ø বাংলা কবিতা- ৩ (২৪১০১৩)
Ø ধবনি বিজ্ঞান ও
ভাষাবিজ্ঞান (২৪১০১৫)
Ø বাংলাদেশের
মুক্তিযুদ্ধভিত্তিক সাহিত্য (২৪১০০১৭)
Ø ভাইভা (মৌখিক পরীক্ষা)
(২৪১০১৮)
বাংলা বিভাগের শিক্ষকদের পরিচিতি [ ভাওয়াল মির্জাপুর বিশ্ববিদ্যালয়
কলেজের জন্য }
০১ |
কলেজ প্রধান |
মোঃ এনামুল হক |
০২ |
বিভাগ
প্রধান |
দেওয়ান আব্দুর রশিদ |
০৩ |
সহকারী অধ্যাপক |
তৃপ্তি ঘোষ |
০৪ |
সহকারী অধ্যাপক |
খোরশেদ আলম |
০৫ |
সহকারী অধ্যাপক |
আরিফ
হোসেন |
০৬ |
সহকারী অধ্যাপক |
শফিকুল ইসলাম
(জনি) |
০৭ |
সহকারী অধ্যাপক |
লেহাজ
উদ্দিন |
০৮ |
সহকারী অধ্যাপক |
রুপা
জামান |
Ø
ভাইভা বোর্ডের কমন কিছু প্রশ্ন যা আপনাকে জানতেই
হবে
১/ তোমার নামের অর্থ কি ?
২/ তোমার নামের সাথে মিল এমন একজন বিখ্যাত ব্যক্তির নাম বলো
এবং তিনি কি জন্য বিখ্যাত?
৩/ চতুর্থ বর্ষে তুমি কতগুলো লিখিত পরীক্ষায় অংশগ্রহন করেছ
?
৪/ চতুর্থ বর্ষের
যে কোর্সগুলো করেছ তার শিরোনাম কি কি ?
৫/ চতুর্থ বর্ষের যে কোর্সগুলো করেছ তার কোর্সকোডগুলো বলো
?
৬/ চতুর্থ বর্ষে মোট কতো নাম্বারের পরীক্ষা দিয়েছ ?
৭/ মৌখিক পরীক্ষার কোড নাম্বার কতো ?
৮/ প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় বর্ষের সিজিপিএ কতো ছিলো ?
৯/ জিপিএ ও সিজিপিএ পার্থক্য কি?
১০/ তুমি কোন কোর্সের উপর সবচেয়ে ভালো লিখিত পরীক্ষা দিয়েছ
?
১১/ তোমার কলেজের বিভাগ প্রধান , কলেজ প্রধান শিক্ষকদের নাম
কি ?
১২/ চার বছরের কোর্সগুলোর নাম এবং কোড কি কি ?
১৩/তোমার রোল নাম্বার
,রেজিস্ট্রেশন নাম্বার বলো ?
প্রশ্ন. সাহিত্য
কি?
উত্তরঃ সাহিত্য শিল্পের একটি
অংশ বলে বিবেচিত হয়,
অথবা এমন কোনো লেখনী,
যেখানে শিল্পের বা বুদ্ধিমত্তার আঁচ
পাওয়া যায়, অথবা যা বিশেষ
কোনো প্রকারে সাধারণ লেখনী থেকে আলাদা৷ মোটকথা,
ইন্দ্রিয় দ্বারা জাগতিক বা মহাজাগতিক চিন্তা
চেতনা, অনুভূতি, সৌন্দর্য ও শিল্পের লিখিত
বা লেখকের বাস্তব জীবনের অনুভূতি হচ্ছে সাহিত্য।
প্রশ্ন. বাংলা ছোটগল্পের
জনক কে ?
উত্তরঃ বাংলা ছোটগল্পের জনক বলা হয় রবীন্দ্রনাথ
ঠাকুরকে ।
প্রশ্ন. বাংলা নাটকের
জনক কে?
উত্তরঃ দীন বন্ধু
মিত্র ।
প্রশ্ন. বাংলা একাডেমী প্রতিষ্ঠিত হয় কত সালে?
উত্তরঃ ১৯৫৫ সালে
প্রশ্ন. কত সাল থেকে
বাংলা সন চালু হয়?
উত্তরঃ ১৫৫৬ সাল
থেকে
বাংলা ভাষা
বিশ্বের কততম প্রধান ভাষা?
বাংলা ভাষা
বিশ্বের ৫ম প্রধান ভাষা।
প্রশ্ন. ইংরেজি নাটকের জনক কে?
উত্তরঃ শেক্সপিয়র ।
প্রশ্ন. বাংলা
সাহিত্যের জনক কাকে বলা
হয়?
উত্তরঃ বাংলা সাহিত্যের
জনক বলা হয় ঈশ্বরচন্দ্র
বিদ্যাসাগর।
প্রশ্ন. বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাসিক কে?
উত্তরঃ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়।
প্রশ্ন: বাংলা
চলিত রীতির প্রবর্তক/জনক কে?
উত্তরঃ প্রমথ
চৌধুরী ।
প্রশ্ন: বাংলা
গদ্যের পথিকৃৎ কে?
উঃ উইলিয়াম
কেরি
প্রশ্ন : বাংলা
প্রবন্ধের জনক?
উঃ রাজা
রামমোহন রায় ।
প্রশ্ন: বাংলা
গদ্য রীতির প্রবর্তক/জনক কে?
উত্তরঃ প্রমথ চৌধুরী
প্রশ্ন: বাংলা
চলিত রীতির প্রবর্তক/জনক কে?
উত্তরঃ প্রমথ চৌধুরী।
প্রশ্ন: বাংলা
সাধু রীতির জনক কে?
উত্তরঃ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
প্রশ্ন: বাংলা
সাহিত্যে কথ্যরীতির প্রবর্তক/জনক কে?
উত্তরঃ প্রমথ
চৌধুরী।
প্রশ্ন:
বাংলা সাহিত্যে গদ্য ছন্দের জনক
কে?
উত্তরঃ রবীন্দ্রনাথ ঠাকুর।
প্রশ্ন:
বাংলা সাহিত্যে মুক্তক ছন্দের জনক কে?
উত্তরঃ কাজী নজরুল
ইসলাম।
প্রশ্ন: বাংলা
সাহিত্যে অমিত্রাক্ষর ছন্দের জনক কে?
উত্তরঃ মাইকেল মধুসূদন
দত্ত।
প্রশ্ন:
বাংলা সাহিত্যে গীতিকবিতার প্রবর্তক জনক কে?
উত্তরঃ বিহারীলাল
চক্রবর্তী।
প্রশ্ন: আধুনিক
বাংলা কবিতার জনক কে?
উত্তরঃ মাইকেল
মধুসূদন দত্ত।
প্রশ্নঃ বাংলা
সনেটের জনক কে?
উঃ মাইকেল
মধুসূদন দত্ত।
প্রশ্ন: বাংলা
সাহিত্যের মহাকাব্যের জনক কে?
উত্তরঃ মাইকেল
মধুসূদন দত্ত।
প্রশ্ন: বাংলা
ছোট গল্পের জনক কে?
উত্তরঃ
রবীন্দ্রনাথ ঠাকুর।
প্রশ্ন:
বাংলা উপন্যাসের জনক কে? |
উত্তরঃ বঙ্কিমচন্দ্র
চট্টোপাধ্যায়।
প্রশ্ন: বাংলা
নাটকের জনক কে?
উত্তরঃ দীনবন্ধু
মিত্র।
প্রশ্ন:
বাংলা নাটকের পথিকৃৎ কে?
উত্তরঃ মাইকেল মধুসূদন
দত্ত।
প্রশ্ন: বাংলা
সাহিত্যে আধুনিক গীতিনাট্যের (নৃত্যনাট্য) জনক কে?
উত্তরঃ রবীন্দ্রনাথ
ঠাকুর। |
প্রশ্ন:
বাংলা নবনাট্য আন্দোলনের জনক কে? উত্তরঃ
বিজন ভট্টাচার্জ ।
প্রশ্নঃ বাংলা
সাহিত্যে লৌকিক কাহিনির প্রবর্তক কে?
উত্তরঃ দৌলত
কাজী।
প্রশ্নঃ বাংলা
প্রহসন সাহিত্যধারার জনক কে?
উত্তরঃ মাইকেল
মধুসূদন দত্ত।
প্রশ্নঃ বাংলায়
আত্মজীবনী সাহিত্যধারার প্রবর্তক কে?
উত্তরঃ
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ।
প্রশ্নঃ বাংলা
সাহিত্যে পত্রোপন্যাসের প্রবর্তক কে?
উত্তরঃ কাজী নজরুল
ইসলাম।
প্রশ্নঃ বাংলা
সাহিত্যে পত্ৰকাব্যের প্রবর্তক কে? উত্তরঃ মাইকেল
মধুসূদন দত্ত
প্রশ্নঃ বৈষ্ণব
সাহিত্যের প্রবর্তক কে?
উত্তরঃ মিথিলার
কবি বিদ্যাপতি। (তিনি প্রথম মৈথিলি
ভাষায় বৈষ্ণব সাহিত্য রচনা করেছেন, বাংলা
ভাষায় নয়।)
প্রশ্নঃ বাংলায়
বৈষ্ণব সাহিত্যের প্রবর্তক কে?
উত্তরঃ বড় চণ্ডীদাস।
প্রশ্নঃ
বাংলা সাহিত্যে বিরাম চিহ্নের প্রবর্তক কে?
উত্তরঃ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ।
প্রশ্নঃ
বাংলা ব্যাকরণের পথিকৃৎ কে?
উত্তরঃ রাজা রামমোহন রায়
।
ভাইভা
পরীক্ষার প্রস্তুতি ( বিষয়ভিত্তিক সংজ্ঞা)
Ø সাহিত্য কাকে বলে ?
সাহিত্য শিল্পের একটি অংশ বলে বিবেচিত হয়, অথবা এমন
কোনো লেখনী, যেখানে শিল্পের বা বুদ্ধিমত্তার আঁচ
পাওয়া যায়, অথবা যা বিশেষ
কোনো প্রকারে সাধারণ লেখনী থেকে আলাদা৷ মোটকথা,
ইন্দ্রিয় দ্বারা জাগতিক বা মহাজাগতিক চিন্তা
চেতনা, অনুভূতি, সৌন্দর্য ও শিল্পের লিখিত
বা লেখকের বাস্তব জীবনের অনুভূতি হচ্ছে সাহিত্য।
Ø
কবিতা কাকে বলে ?
ছন্দোবদ্ধ
ভাষায় যে সকল পদ্য
লেখা হয় তাকে কবিতা
বলে। মানব মনের ভাবনা-কল্পনা যখন অনুভূতি রঞ্জিত
যথাবিহীত শব্দসম্ভারে বাস্তব সুষমামন্ডিত চিত্রাত্মক ও ছন্দোময় রূপ
লাভ করাকেই কবিতা বলে।
Ø
প্রবন্ধ কাকে বলে ?
'প্রকৃষ্ট
বন্ধন' বলতে বোঝায় বিষয়বস্তু
ও চিন্তার ধারাবাহিক বন্ধনকে । নাতিদীর্ঘ, সুবিন্যস্ত
গদ্য রচনাকে প্রবন্ধ বলে । প্রবন্ধ রচনার বিষয়, ভাব, ভাষা সমানভাবে
গুরুত্বপূর্ণ । এক কথায়
কল্পনা শক্তি ও বুদ্ধিবৃত্তিকে কাজে
লাগিয়ে লেখক যে নাতিদীর্ঘ
সাহিত্য রূপ সৃষ্টি করেন
তাই প্রবন্ধ ।
Ø
উপন্যাস কাকে বলে ?
উপন্যাস বলতে এমন একটি
বিশেষ সাহিত্য সৃষ্টি বোঝায় যাতে লেখকের জীবনদর্শন
ও জীবনানুভূতি কোন বাস্তবকাহিনি অবলম্বনে
বর্ণনাত্মক শিল্পকর্মে রূপায়িত হয়। সমগ্র জীবনের
প্রতিচ্ছবি এতে ফুটে ওঠে বলে এর পটভূমি থাকে
বিস্তৃত।
Ø
কাব্য কাকে বলে ?
ভাবসমৃদ্ধ
সরস রচনাকে কাব্য বলে । বিষয় অনুসারে কাব্য বিভিন্ন নামে পরিচিত হতে
পারে । যেমন - মহাকাব্য,
ঐতিহাসিক কাব্য, আধুনিক কাব্য, গদ্যকাব্য, পদাবলী কাব্য ইত্যাদি। কবিতা রচনা কৌশলকে কাব্যকলা বলে।
Ø
নাটক কাকে বলে ?
সাধারণত
একটি লিখিত পাণ্ডুলিপি অনুসরণ করে অভিনয় করে নাটক পরিবেশিত হয়ে থাকে। নাটকে স্থান, সময় ও পরিবেশের
বর্ণনা ছাড়াও সংলাপ লেখা থাকে। ত্রিমাত্রিক
আয়তনে দর্শকদের সামনে অভিনেতা-অভিনেত্রীদের মাধ্যমে সমাজের কিছু ঘটনা বা
কোন একটা ঘটনাকে কেন্দ্র
করে যে যোগাযোগ মাধ্যম
সৃষ্টি করা হয়,তাকে নাটক বলে ।
Ø
ছোট গল্প কাকে বলে ?
কথাসাহিত্যের
যে শাখা উপন্যাসের তুলনায় ছোট, বিষয় ও
ঘটনাতে একমুখী, সমজমব বোধে যার নাটকীয়তা
আছে এবং যার মাধ্যমে
ব্যঞ্জনধর্মীতা প্রকাশিত হয় সর্বোপরি অপ্রয়োজনীয়
বর্ণনা থাকে না তাকে ছোট গল্প বলা
যেতে পারে।
Ø
ট্রাজেডি কাকে বলে ?
আদি-মধ্য-অন্ত সমন্বিত
যে গুরুগম্ভীর নাট্য কাহিনীতে কোন অসাধারণ গুণসম্পন্ন
নায়কের নিয়তির প্রভাবে বা চরিত্রের অন্তর্নিহিত
ক্রুটির জন্য পরাজয় ঘটে,
যা দর্শকচিত্তে উদ্রেক করে করুনা ও
ভীতি এবং পরিশেষে ক্যথারসিস
বা ভাব মোক্ষণ ঘটায়
তাকেই ট্রাজেডি বলে।
Ø
ট্র্যাজেডির ছয়টি অঙ্গ কিকি?
প্লট,
চরিত্র, ভাষা, চিন্তা, দৃশ্যমানতা, সঙ্গীত।
Ø
বাংলা শব্দের উৎপত্তি ?
যেখানে
"বাংলা" শব্দের উৎপত্তি হয়েছে সংস্কৃত শব্দ "বঙ্গ" থেকে। আর্যরা "বঙ্গ" বলে এই অঞ্চলকে
অভিহিত করতো বলে ইতিহাস
থেকে জানা যায়। তবে
বঙ্গে বসবাসকারী মুসলমানরা এই "বঙ্গ" শব্দটির সঙ্গে ফার্সি "আল" প্রত্যয় যোগ করে। এতে
নাম দাঁড়ায় "বাঙাল" বা "বাঙ্গালাহ্"।
Ø
নাটকে একটি কাহিনী যেভাবে অগ্রসর হয়, তাকে পাঁচটি পর্বে বিভিক্ত করা হয়।
১। কাহিনীর আরম্ভ বা মুখ (Explosion),
২) কাহিনীর ক্রমব্যাপ্তি বা প্রতিমুখ (Rising action),
৩। কাহিনীর উৎকর্ষ বা চূড়ান্ত দণ্ড
বা গর্ভ (Climax),
৪। গ্রন্থিমোচন (Falling
Action),
৫। যবনিকাপাত বা উপসংহার (Conclusion)।
বাংলা সাহিত্যের ইতিহাস-৩ (১৯৪৭-২০০০খ্রি.) (২৪১০০১)
(ক)
সমকালীন বাংলা সাহিত্য' গ্রন্থের সম্পাদক কে?
উত্তরঃ
সিকান্দার আবু জাফর
(খ)
একাত্তরের যীশু' গ্রন্থটি কে লিখেছেন?
উত্তরঃ
শাহরিয়ার কবির
(গ)
আরেফ আলী কে?
উত্তরঃ
আরেফ আলী ‘চাঁদের অমাবস্যা’
উপন্যাসের নায়ক বা কেন্দ্রীয় চরিত্র
(ঘ)
'আরেক ফাল্গুন' উপন্যাসের প্রেক্ষাপট কী?
উত্তরঃ
ভাষা আন্দোলন
(ঙ)
মুক্তিযুদ্ধভিত্তিক প্রথম উপন্যাসের নাম লেখ?
উত্তরঃ
রাইফেল, রোটি, আওরাত
(চ)
“নেমেসিস' নাটকের নাট্যকার কে?
উত্তরঃ
নূরুল মোমেন
(ছ)
'কবর' নাটকটি কোন পটভূমিতে রচিত?
উত্তরঃ
১৯৫২ সালের ভাষা আন্দোলন
(জ)
একুশে ফেব্রুয়ারি' সংকলনের সম্পাদক কে?
উত্তরঃ
হাসান হাফিজুর রহমান
(ঝ)
শামসুর রাহমানের জন্ম কত সালে?
উত্তরঃ
২৩ অক্টোবর, ১৯২৯
(ঞ)
“সোনালি কাবিন' কাব্যের প্রথম প্রকাশ কত সালে?
উত্তরঃ
১৯৭৩
(ট)
'রবীন্দ্রনাথ কাব্য বিচারের ভূমিকা” গ্রন্থের লেখক কে?
উত্তরঃ
সৈয়দ আলী আহসান
(ঠ)
স্বরূপের সন্ধানে' প্রবন্ধ গ্রন্থটি কে রচনা করেছেন?
উত্তরঃ
অধ্যাপক আনিসুজ্জামান
বাংলা
উপন্যাস-৩
(২৪১০০৩)
(ক) আইনগত তিতাসের
মালিক কে?
উত্তরঃ
জেলেরা
(খ)
অদ্বৈত মল্লবর্মণের জন্ম ও মৃত্যু
সাল কতো?
উত্তরঃ
জন্ম ১৯১৪ , মৃত্যু ১৯৫১
(গ)
তিতাস একটি নদীর নাম
উপন্যাসে কী কী পূজার
নাম উল্লেখ করা হয়েছে?
উত্তরঃ
কালী পূজা ,মনসা পূজা, মাঘব্রত পূজা, দোলপূর্ণিমা, উত্তরায়ন সংক্রান্তি
(ঘ)
“চাঁদের অমাবস্যা’’ উপন্যাসটিতে কাকে ‘মোহিনী এবং “যাদুকরী বলা
হয়েছে?
উত্তরঃ
চাঁদের আলোকে
(ঙ)
আরেফ আলীর পেশা কী?
উত্তরঃ
শিক্ষক
(চ)
চিলেকোঠার সেপাই' উপন্যাসে বাংলাদেশের কোন অঞ্চলের উপভাষা
ব্যবহৃত হয়েছে।
উত্তরঃ
(ছ)
“সবটাই দুঃস্বপ্ন । অত্যাশ্চর্য সু
দুঃস্বপ্ন ।”-কার উক্তি?
উত্তরঃ
(জ)
আনোয়ার কোন্ ধরনের চরিত্র?
উত্তরঃ
বামপন্থি রাজনৈতিক চরিত্র
(ঝ)
'আমাদের নেতা এখন সকলের
নেতা আলতাফ কোন্ নেতার কথা
বলেছে?
উত্তরঃ
বঙ্গবন্ধু শেখ মজিবর রহমান
(ঞ)
কাঁটাতারে প্রজাপতি উপন্যাসের পটভূমি কী?
উত্তরঃ
নাচোলের তেভাগা আন্দোলন
(ট)
রমেন কোথাকার জমিদার?
উত্তরঃ
রামচন্দ্রপুর
(ঠ)
“সুলতান হুসেন শাহ নৃপতি তিলক—উক্তিটি কার?
উত্তরঃমনসামঙ্গল
কবিতার কবি বিজয়গুপ্তের
পাশ্চাত্য সাহিত্য
ও
সমালোচনা
পদ্ধতি
(২৪১০০৫)
(ক)
এরিস্টটলের মতে ট্রাজেডিতে কয়টি
অংশ?
উত্তরঃ
৬ টি
(খ)
প্রতিভা সম্পর্কে লঙ্গিনাসের অভিমত কী?
উত্তরঃ
প্রতিভাকে কখনোই নিয়মের নিগড়ে বাঁধা যায় না
(গ)
Ars Poetica’ গ্রন্থটির
লেখক কে?
উত্তরঃ
হোরেস (৬৫-৮)
(ঘ) ‘সাহিত্য সমাজের উপরিকাঠামো'--এ মতাদর্শটি কার?
উত্তরঃ
কাল মার্কস
(ঙ)
ফরাসি সাহিত্যক এমিল জোলাকে কোন
সাহিত্য আন্দোলনের পুরোহিত' বলা হয়?
উত্তরঃ
প্রকৃতিবাদ সাহিত্য আন্দোলন
(চ)
সিগমন্ড ফ্রয়েড কোন দেশের নাগরিক
ছিলেন?
উত্তরঃ
চেকোস্লাভাকিয়ার নাগরিক
(ছ)
রেনেসাঁর মূল চিন্তা কী
ছিল?
উত্তরঃ
সাম্য , স্বাধীনতা ও ভ্রাতৃত্ব
(জ)
সাহিত্যে রিয়ালিজমের প্রবর্তক কে?
উত্তরঃ
ফরাসি ঔপন্যাসিক ওন’রে দ্য বালজাক
(ঝ)
শিল্পবিপ্লবের সঙ্গে সাহিত্যের কোন যুগের সম্পর্ক
রয়েছে?
উত্তরঃ
রোমানিক যুগ
(ঞ)
সকল সমাজ তাদের ইতিহাসের
সৃষ্টি—মন্তব্যটি কার?
উত্তরঃ
মন্তব্যটি কাল মার্কস
(ট)
ঐতিহাসিক সমালোচনা পদ্ধতির প্রধান পুরুষ কে?
উত্তরঃ
হিপ্পোলাইত তেইন
(ঠ)
বিশ্লেষণমূলক সমালোচনা পদ্ধতির অপর নাম কী?
উত্তরঃ
আলঙ্কারিক পদ্ধতি
বাংলা নাটক
-২
(২৪১০০৭)
(ক)
'নবান্ন' নাটকে মাখন কে?
উত্তরঃ
কুঞ্জর ছেলে
(খ)
নবান্ন' নাটকে নবান্ন উৎসব কোথায় অনুষ্ঠিত
হয়?
উত্তরঃ মরা
গঙ্গাঁর ধারে বিস্তীর্ণ প্রান্তরে অনুষ্ঠিত হয়?
(গ)
নবান্ন নাটকটি প্রথম কোন পত্রিকায় প্রকাশিত
হয়?
উত্তরঃ
অরণি পত্রিকা ১৯৪৪
(ঘ)
“চিঠি’ নাটকের অঙ্ক সংখ্যা কত?
উত্তরঃ
তিন অঙ্ক
(ঙ) “চিঠি' নাটকে
চিঠিটি কার বরাবরে লেখা
হয়েছিল?
উত্তরঃ
তাহমিনা বরাবর
(চ) ছাত্ররা
কোথায় জনসভার আয়োজন করে?
উত্তরঃ
ছাত্ররা আমতলায় জনসভা করে
(ছ)
নূরলদীনের সারাজীবন' নাটকটি কত সালে প্রকাশিত
হয়?
উত্তরঃ১৯৮২
সালে
(জ)
কোম্পানির কুঠিয়ালের নাম কী?
উত্তরঃ
টমসন
(ঝ)
নূরলদীনের সারাজীবন' নাটকের চরিত্র সংখ্যা কত?
উত্তরঃ
১২ টি
(ঞ) কিত্তনখোলা নাটকের
প্রধান খল চরিত্র কে?
উত্তরঃ
ইদু কনকদার
(ট)
ডালিমন কে?
উত্তরঃ
বেদে লাউয়া কন্যা
(ঠ) 'কিত্তনখোলা' নাটকে
রবিদাসকে কে দেবতা বলে
সম্বোধন করে?
উত্তরঃ
বনশ্রীবালা
অনুবাদে চিরায়ত
সাহিত্য
(২৪১০০৯)
(ক)
জোকাস্টা কীভাবে মৃত্যুবরণ করেছিলেন?
উত্তরঃ
জোকাস্টা উদ্বন্ধনে (গলায় রশি দিয়ে) মৃত্যুবরণ করেছিলেন
(খ)
অন্ধত্ব বরণের পর ইডিপাস কোথায়
যেতে চান?
উত্তরঃ
শিশু ইডিপাসকে তার মা বাবা হত্যার জন্য যে
সিথায়েরন পর্বতে পাঠিয়েছিলেন, অন্ধত্ব বরণের পর ইডিপাস সেই সিথায়েরন পর্বতে যেতে চায়
(গ) “জীবনের সমস্ত
কিছুই আকস্মিক এবং ভবিষ্যৎ আমাদের
অজানা।”—উক্তিটি কার?
উত্তরঃ
থিবীসের রানি জোকাস্টার
(ঘ)
প্রণয়ের অর্ঘ্য সাজাতে যক্ষ কোন ফুল
ব্যবহার করেছে?
উত্তরঃ
কুড়চি ফুল
(ঙ)
মেঘের জন্য কোন নদী
বিরহে কৃশ হয়েছে?
উত্তরঃ নির্বিন্ধ্যা
নদী
(চ) ‘মেঘদূত' কাব্যে দেবগিরিতে কোন দেবতার অবস্থান?
উত্তরঃ কার্তিক
দেবতা
(ছ)
'হ্যামলেট’ কোন শ্রেণির নাটক
হিসেবে স্বীকৃত?
উত্তরঃ
ট্রাজেদি শ্রেনির প্রতিশোধমূলক নাটক
(জ)
শেক্সপিয়র কোন সময়ের লেখক?
উত্তরঃ
১৫৬৪-১৬১৬ প্ঞ্চম শতকের
(ঝ)
'হ্যামলেট' নাটকের প্রধান নারী চরিত্রের নাম
লেখ?
উত্তরঃ গারট্রুড
(ঞ) 'মা' উপন্যাসে
বর্ণিত মায়ের নাম কী?
উত্তরঃ
পেলাগেয়া নিলভনা
(ট)
পাভেলের দু’জন বন্ধুর
নাম লেখ।
উত্তরঃ
রবিন ও নাতাসা
(ঠ)
“অবস্থাই মানুষকে তার অনিচ্ছা সত্ত্বেও
নিষ্ঠুর করে তোলে।” কার
উক্তি?
উত্তরঃ
বাংলা
ছোটগল্প
-২
(২৪১০১১)
(ক)
প্রাগৈতিহাসিক' শব্দের অর্থ কী?
উত্তরঃ ইতিহাসের পূর্বে (ইতিহাস-পূর্ব যুগসংক্রান্ত) অর্থাৎ
আদিম
(খ)
ভিখুর ডাকাত দলের সদস্য সংখ্যা
কত?
উত্তরঃ
এগারো জন
(গ) নীলার স্বামী
অনাদি কোথায়, কী কাজ করত?
উত্তরঃ
সদর হাসপাতালে কম্পাউন্ডারের কাজ করত
(ঘ)
নারায়ণ গঙ্গোপাধ্যায়ের পিতৃপ্রদত্ত নাম কী?
উত্তরঃ
তারকনাথ গঙ্গোপাধ্যায়
(ঙ) ‘বন-জ্যোৎস্না’
গল্পে উল্লিখিত বনের নাম কী?
উত্তরঃ
ডুয়ার্সের বন
(চ)
সুন্দরলাল কোথায় বসে ধ্যান করেছিল?
–
উত্তরঃ
নেপালের পশুপতিনাথের মন্দিরে
(ছ)
‘খুনি’ গল্পে খুনের ঘটনাটি কোথায় সংঘটিত হয়?
উত্তরঃ
চর আলেকজান্দ্রার সোনাডাঙ্গা গ্রামে
(জ) রাজ্জাক কার
কাছে সেলাই শিখত?
উত্তরঃ
আবেদ দর্জির কাছে
(ঝ)
“মৃত্যুযাত্রা' গল্পটির ব্যাপ্তিকাল বা সময়কাল কতটুকু?
উত্তরঃ
২৪ ঘন্টা
(ঞ) দেখা হলেই
আফাজ আলির কাছে কে
টাকা চায়?
উত্তরঃ
মনু মিঞ্চা
(ট)
রেইনকোট' গল্পে কলেজের অধ্যক্ষের নাম কী?
উত্তরঃ
ড. আফাজ আহমেদ
(ঠ)
ননীদার মেয়েকে কলেজের পথে কারা বিরক্ত
করে?
উত্তরঃ
উঠতি বয়সের যুবক ছেলেরা
ধ্বনি বিজ্ঞান
ও
ভাষাবিজ্ঞান
(২৪১০১৫)
(ক)
চারটি বাকপ্রত্যঙ্গের নাম লেখ।
উত্তরঃ
ফুসফুস, ঠোঁট, জিহবা , কোমল তালু।
(খ) বাংলায় অনিয়মিত
দ্বি-স্বরধ্বনি কয়টি?
উত্তরঃ
১২ টি।
(গ)
বাংলায় যথার্থ সংযুক্ত ব্যঞ্জন কয়টি?
উত্তরঃ
২৮ টি।
(ঘ)
পশ্চাৎ দন্তমূলীয় ধ্বনি কোনটি?
উত্তরঃ
ন ,র ,শ, ল।
(ঙ)
আন্তর্জাতিক ধ্বনিতাত্ত্বিক সমিতি কত সালে গড়ে
উঠে?
উত্তরঃ
১৮৮৬ সালে
(চ)
শ্বাসাঘা ত কাকে বলে?
উত্তরঃ
রূপমূল উচ্চারনের সময়
বিভিন্ন অক্ষরের উপর জোরের পরিমাপকে শ্বাষাঘাত বলে
(ছ) তুলনামূলক ভাষাতত্ত্বের
জনক কে?
উত্তরঃ
জ্যাকব গ্রীম
(জ) ভাষা বিচারের
পদ্ধতি কী কী?
উত্তরঃ
তুলনামূলক পদ্ধতি , ঐতিহাসিক পদ্ধতি, বর্ণনামূলক পদ্ধতি।
(ঝ)
“Morphology” শব্দের অর্থ কী?
উত্তরঃ রূপমূলতত্ত্ব।
(ঞ)
ইন্দো-য়ুরোপীয় ভাষাগোষ্ঠীর প্রধান শাখাগুলোর নাম লেখ ।
উত্তরঃ
কেন্তুম, শতম
(ট)
ভাষাবিজ্ঞানী গ্রীমের সূত্রের পূর্ণতা দিয়েছেন কে?
উত্তরঃ
গ্রাসম্যান।
(ঠ)
বাংলা ভাষার আঞ্চলিক অভিধানের সম্পাদক কে ছিলেন?
উত্তরঃ
ড. মুহাম্মদ শহীদুল্লাহ।
বাংলা
কবিতা
-৩
(২৪১০১৩)
(ক) 'সাত সাগরের
মাঝি' কাব্যগ্রন্থভুক্ত 'লাশ’ কবিতায় কোন
মন্বন্তরের চিত্র ফুটে উঠেছে?
উত্তরঃ
পঞ্চাশের মন্বন্তর
(খ)
পাঞ্জেরি' শব্দের অর্থ কী?
উত্তরঃ
আলোকবর্তিকা অর্থাৎ জাহাজের অগ্রভাগে অবস্থিত আলোক দিশারী
(গ)
প্রবাল দ্বীপে বাতাসে কী বেজে উঠে?
উত্তরঃ
নারিকেল শাখা
(ঘ)
কবি আহসান হাবীব রচিত প্রথম কাব্যগ্রন্থ
কোনটি?
উত্তরঃ
রাত্রিশেষ
(ঙ)
আহসান হাবীবের ‘রাত্রিশেষ' কাব্যগ্রন্থে কয়টি কবিতা সংকলিত হয়েছে?
উত্তরঃ
২৭/২৮ টি একটি সনেট পর্ব
(চ)
“স্বাধীনতা তুমি' কবিতায় কাকে মহান পুরুষ
বলা হয়েছে?
উত্তরঃ
কাজী নজরুল ইসলামকে
(ছ)
কবি শামসুর রাহমানের ছদ্মনাম কী?
উত্তরঃ
মজলুম আদিব
(জ)
‘বন্দী শিবির থেকে কবিতায় কবি
বিশাল সাইনবোর্ডে কী লিখতে চান?
উত্তরঃ
স্বাধীনতা শব্দটি
(ঝ)
“তোমাকে পাওয়ার জন্যে, হে স্বাধীনতা' কবিতায়
নড়বড়ে খুঁটি ধরে কে দাঁড়িয়ে
আছে?
উত্তরঃ
মোল্লা বাড়ির এক বিধবা বউ
(ঞ)
হাসান হাফিজুর রহমান সম্পাদিত ‘বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ : দলিলপত্র’ কত খণ্ডে প্রকাশিত
হয়েছে?
উত্তরঃ
১৫ টি খন্ডে প্রকাশিত
(ট)
“তুমি অবিনাশ কবিতায় মাথার উপর সূর্যটি কেমন?
উত্তরঃ
সাদা কাফনের মতো
(ঠ)
“শোকার্ত তরবারী’ কাব্যটি কবি কাদেরকে উৎসর্গ
করেন?
উত্তরঃ
সাঈদ আহমদ, এখলাসউদ্দিন আহমদ এবং নির্মলেন্দ গুনকে
বাংলাদেশের মুক্তিযুদ্ধভিত্তিক
সাহিত্য
(২৪১০১৭)
(ক)
তোমাকে পাওয়ার জন্যে, হে স্বাধীনতা' কবিতাটি
কোন কাব্য থেকে নেয়া হয়েছে?
উত্তরঃ
বন্দি শিবির থেকে
(খ) দানবের
মত চিকার করতে করতে কী
এসেছিল?
উত্তরঃ
জলপাই রঙের ট্যাঙ্ক
(গ)
কার ফুসফুস পোকার দখলে?
উত্তরঃ
রুস্তম শেখ
(ঘ)
'এখন সকল শব্দই' কোন
কবির লেখা?
উত্তরঃহাসান
হাফিজুর রহমান
(ঙ)
আমিনা ও মদিনার পিতার
নাম কী?
উত্তরঃ
আল-আমিন
(চ)
“বাঙালির জন্মতিথি’ কবিতার কবি কে?
উত্তরঃ
মুহাম্মদ নুরুল হুদা
(ছ)
শালতি কী?
উত্তরঃ
ছোট ধরনের নৌকা
(জ)
রাইফেল-রোটি-আওরাত' উপন্যাস
কে রচনা করেন?
উত্তরঃ
আনোয়ার পাশা
(ঝ) পরীবানুর কাহিনি
হৃদয়ঙ্গম করে কথক কী
মন্তব্য করে?
উত্তরঃ
পরীবানু আলাদা জাতের মেয়ে এদের চিনতে পারা আমাদের সাধ্য নয়
(ঞ)
একাত্তরের যীশু' গল্পের লেখকের নাম লেখ।
উত্তরঃ
শাহরিয়ার কবির
(ট)
মধুদা কে?
উত্তরঃ
ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনের মালিক মধুদা
(ঠ)
রুমী কোন কবিতাটি আবৃত্তি
করেছিল? উত্তরঃ গ্রীন গ্রীন গ্রাস
Presented by-
http://masudbdtech.blogspot.com
No comments