আজ লুবান মাহফুজ এর শুভ জন্মদিন
আজ লুবান মাহফুজ এর জন্মদিন। দেখতে দেখতে ৩ বছরে পা দিল মোঃ লুবান মাহফুজ ।
২০১৭ সালের এই দিনে সে জম্ম গ্রহণ করে। গাজীপুর জেলার, কালিয়াকৈর উপজেলার অন্তগত পিপড়াছিট গ্রামে তার জম্ম।
বাবা- মোঃ রুহুল আমীন (রাজন) , এবং মা - জান্নাতুল লায়লা (লিয়া)।পরিবারের প্রথম সন্তান সে
২০১৭ সালের ২২শে অক্টোবর - মোঃ লুবান মাহফুজ তার নিজ বাড়িতে জন্মগ্রহণ করেন।
পরিবারের
পক্ষ থেকে তার জন্য দোয়া দেশ ও জাতির কাছে দোয়াপ্রার্থী-
তার জন্য
সবাই দোয়া করবেন, যেন ইসলামের পথে বেড়ে ওঠতে পারে। আল্লাহ যেন একজন কুরআনের হাফেজ হওয়ার তৌফিক
দান করেন ।
রাত - দিন বাসাটাকে তুলে রাখে মাথাতে ,
রাজ্যের আঁকিবুঁকি নোটবুক খাতাতে!
পড়ার টেবিলে উঠে একা একা দাড়াবে ,
লিখতে বসলে গিয়ে চেয়ারটা নাড়াবে !
এলোমেলো করে দেয় যা (না করি) তা ধরে
খেলনাগুলোকে তবে সে রাখে খুব যতনে
আনমনে ছড়া বলে- হাততালি দেয় সে
বকা খেলে টুক করে মাথা গুঁজে বালিশে –
একটু আদর করে যদি বলি কে এটা?
ফিক করে হেসে ফেলে অভিমানী ছেলেটা!
এইভাবে একরাশ দুষ্টুমি ছরিয়ে
সারাক্ষন রাখে হাসি মমতায় জড়িয়ে।
No comments