আজ লুবান মাহফুজ এর শুভ জন্মদিন


মোঃ
মাসুদ রানা (কালিয়াকৈর উপজেলা প্রতিনিধি)- 

আজ লুবান মাহফুজ এর জন্মদিন। দেখতে দেখতে ৩ বছরে পা দিল মোঃ লুবান মাহফুজ  

২০১ সালের এই দিনে সে জম্ম গ্রহণ করে।  গাজীপুর জেলার, কালিয়াকৈর উপজেলার অন্তগত পিপড়াছিট গ্রামে তার জম্ম।

বাবা- মোঃ রুহুল আমীন (রাজন) , এবং মা - জান্নাতুল লায়লা (লিয়া)।পরিবারের প্রথম সন্তান সে 

২০১ সালের ২২শে অক্টোবর - মোঃ লুবান মাহফুজ তার নিজ বাড়িতে জন্মগ্রহণ করেন।

পরিবারের পক্ষ থেকে তার জন্য দোয়া দেশ ও জাতির কাছে দোয়াপ্রার্থী-

তার জন্য সবাই দোয়া করবেন, যেন ইসলামের পথে বেড়ে ওঠতে পারে। আল্লাহ যেন একজন কুরআনের হাফেজ হওয়ার তৌফিক দান করেন ।

রাত - দিন বাসাটাকে তুলে রাখে মাথাতে ,

রাজ্যের আঁকিবুঁকি নোটবুক খাতাতে!

পড়ার টেবিলে উঠে একা একা দাড়াবে ,

লিখতে বসলে গিয়ে চেয়ারটা নাড়াবে !

এলোমেলো করে দেয় যা (না করি) তা ধরে

খেলনাগুলোকে তবে সে রাখে খুব যতনে

আনমনে ছড়া বলে- হাততালি দেয় সে

বকা খেলে টুক করে মাথা গুঁজে বালিশে

একটু আদর করে যদি বলি কে এটা?

ফিক করে হেসে ফেলে অভিমানী ছেলেটা!

এইভাবে একরাশ দুষ্টুমি ছরিয়ে

সারাক্ষন রাখে হাসি মমতায় জড়িয়ে।


  

 


No comments

Powered by Blogger.