ভার্চুয়ালেও প্রধানমন্ত্রীর জন্মদিনের উচ্ছ্বাস
ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের প্রবক্তা স্বপ্নদর্শী তিনি। স্বাধীন বাংলাদেশের মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ কন্যা। খ্যাতনামা পরমাণু বিজ্ঞানী ড. এম এ ওয়াজেদ মিয়ার সহধর্মিনী। ডিজিটাল বাংলাদেশে রূপকার সজীব ওয়াজেদ জয়ের মহিয়সী মা। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার (২৮ সেপ্টেম্বর) তাঁর ৭৪তম জন্মদিন।
দিন শুরুর আগেই ডিজিটাল বাংলাদেশের ভার্চুয়াল আকাশে শুভেচ্ছায় সিক্ত হচ্ছেন তিনি। মানবতার জননী শেখ হাসিনার জন্মদিনে কোটি বাঙালিসহ বিশ্ববাসী জানাচ্ছেন শুভেচ্ছা ও অভিনন্দন। বঙ্গবন্ধু কন্যার জীবন নিয়ে নির্মিত প্রামাণ্য চিত্রের ট্রেইলার ঘুরছে সোশ্যাল মিডিয়ায় ফেসবুকে। টুইটারেও তাঁর জন্য শুভ কামনা করা হচ্ছে।
গত কয়েকবছর ধরে তিনি এইদিনে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগদান উপলক্ষে যুক্তরাষ্ট্রে অবস্থান করলেও এবার করোনা মহামারি পরিস্থিতির কারণে দেশেই আছেন।
দলীয় সভাপতির জন্মদিন উপলক্ষে ওয়েবসাইটে নানা কর্মসূচির মধ্য দিয়ে পালনের তথ্য প্রকাশ করেছে বাংলাদেশ আওয়ামী লীগ।
কর্মসূচির অংশ হিসেবে ২৮ সেপ্টেম্বর ২০২০ সোমবার বিকাল ৩:০০ মিনিটে বাংলাদেশ আওয়ামী লীগের উদ্যোগে কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। আলোচনা সভায় সভাপতিত্ব করবেন বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতিমণ্ডলীর সদস্য ও সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী এমপি। বক্তব্য রাখবেন জাতীয় নেতৃবৃন্দ।
এছাড়াও ২৮ সেপ্টেম্বর কেন্দ্রীয়ভাবে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে বাদ জোহর এবং দেশের সকল মসজিদে দোয়া ও মিলাদ মাহফিল। এছাড়াও সকাল ৯টায় আন্তর্জাতিক বৌদ্ধ বিহার (মেরুল বাড্ডা), সকাল ১০ টায় খ্রিস্টান এসোসিয়েশন বাংলাদেশ (সিএবি) মিরপুর ব্যাপ্টিস চার্চ (২৯ সেনপাড়া, পর্বতা, মিরপুর-১০), সকাল ৬টায় তেজগাঁও জকমালা রাণীর গীর্জা এবং সকাল ১১টায় ঢাকেশ্বরী মন্দিরে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হবে। এসব কর্মসূচিতে বাংলাদেশ আওয়ামী লীগ-এর কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন। একইদিনে ঢাকাসহ সারাদেশে সকল সহযোগী সংগঠন আলোচনা সভা, দোয়া মাহফিল, বিশেষ প্রার্থণা ও আলোকচিত্র প্রদর্শনীসহ সকল কর্মসূচি যথাযথ স্বাস্থ্য সুরক্ষা বিধি মেনে পালন করবে।
এসব অনুষ্ঠান সামাজিক যোগাযোগ মাধ্যম এবং অনলাইনে সরাসরি সম্প্রচারও করা হবে।
No comments