নিজেই উদ্ধার করুন হ্যাকড জিমেইল
ইন্টারনেট ব্যবহার করেন কিন্তু জিমেইল ব্যবহার করেন না এমন ব্যক্তি খুঁজে পাওয়া দুস্কর। আবার এই জিমেইল দিয়েও আমরা যুক্ত হই সবচেয়ে জনপ্রিয় অনলাইন সোশ্যাল নেটওয়ার্ক ফেসবুকে। তাই এই জিমেইলের নিরাপত্তা জরুরী। নিরাপত্তার জন্য আমরা পাসওয়ার্ডের পাশাপাশি ফোন নম্বর দিয়ে দ্বি-স্তর নিরাপত্তা ব্যবস্থা ব্যবহার করি। তারপরও অনেকসময়ই হ্যাকারদের কবলে পড়ে। তখন জিমেইলে থাকা ব্যক্তিগত ফাইল ছাড়াও প্রয়োজনীয় কন্টাক্ট নম্বর চলে যায় দুবৃত্তের দখলে। এতে করে অনেক বিপদের মুখে পড়তে হয়।
সঙ্গত কারণে জিমেইল হ্যাকড হলে পেরেশান হওয়াটাই স্বাভাবিক। কিন্তু অস্থির না হয়ে যত দ্রুত সম্ভব নিজেই কিন্তু এটি পুনরুদ্ধার করা যায়।
কীভাবে বুঝবেন জিমেইল হ্যাকড হয়েছে?
হ্যাকড হওয়ার সময় জিমেইল থেকে ‘আনভিপ্রেত কার্যক্রম’ এর নোটিফিকেশন পাঠাবে
ইউজার নাম ও পাসওয়ার্ড পরিবর্তনের নোটিফিকেশ বার্তা আসবে
দীর্ঘসময় ধরে ই-মেইল আসা বন্ধ থাকবে।
অ্যাকাউন্টে “We’ve detected suspicious activity on your account.” বার্তা দেখাবে
হ্যাকড জিমেইল পুনঃরুদ্ধার কার্যক্রমের আগে কয়েকটি বিষয় অবশ্যই মনে রাখতে হবে। এগুলো হলো-
সবশেষে কোন পাসওয়ার্ডটি ব্যবহৃত হয়েছে
রিকভারি ইমেইল
রিকভারি ফোন নম্বর
নিরাপত্তাজনিত প্রশ্নের উত্তর
শেষ কখন অ্যাকাউন্টটি ব্যবহার করা হয়েছিলো
রিকভারি ইমেইল
রিকভারি ফোন নম্বর
নিরাপত্তাজনিত প্রশ্নের উত্তর
শেষ কখন অ্যাকাউন্টটি ব্যবহার করা হয়েছিলো
তাহলে দেখে নেয়া যাক কীভাবে পুনঃরুদ্ধার করা যায় হ্যাকড জিমেইল।
– প্রথমে অ্যাকাউন্ট রিকভারি পেজে যেতে হবে।
– যদি ই-মেইলে প্রবেশের পাসওয়ার্ডটি কাজ না করে তাহলে ‘ট্রাই ডিফারেন্ট কোয়েশ্চেন’-এ ক্লিক করতে হবে।
– রিকভারি জিমেইল অপশনে দেয়া ফোন নম্বরের যে কোনো একটি সিলেক্ট করতে হবে। গুগল সিলেক্টকৃত ইমেইল বা নম্বরে একটি রিকভারি কোড পাঠাবে।
– এখন রিকভারি কোডটি জিমেইলে দিলেই নতুন পাসওয়ার্ড দেওয়ার অপশন আসবে।
এরপর গুগল থেকে সিকিউরিটি চেকের জন্য সিকিউরিটি ইনফরমেশন পরিবর্তন করার অপশন দেয়া হবে। এ পর্যায়ে ইমেইল সুরক্ষিত করার জন্য সেটি ভালোভাবে পূরণ করেতে হবে।
সবশেষে পরিবর্তীত পাসওয়ার্ড দিয়ে খোলা যাবে হ্যাকড হওয়া জিমেইল।
No comments