ফেসবুক পেজ/প্রোফাইল ভেরিফাই করবেন যেভাবে



জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের পেজ বা প্রোফাইলটি কিভাবে ভেরিফাই করতে হয় তা জানার আগ্রহ রয়েছে অনেকেরই।  অনলাইনেই কাজটি সম্পাদন করা যায় সহজেই।
তবে ফেসবুক পেজ বা প্রোভাইল ভেরিফাইয়ের জন্য কয়েকটি শর্ত রয়েছে।
জনপ্রিয় ব্র্যান্ড অথবা ব্যবসায় প্রতিষ্ঠান, সরকারি কর্মকর্তা, সেলিব্রেটি, মিডিয়া, এন্টারটেইনমেন্ট এবং স্পোর্ট কোম্পানি ব্লু ভেরিফিকেশন পান। বাকিদের জন্য রয়েছে সিলভার ভেরিফিকেশন।
নিজের ফেসবুক পেজটি ভেরিফাই করার জন্য পেজের সব তথ্য পূরণ করা আছে কিনা তা আগে পরীক্ষা করে নিতে হবে।
এসময় প্রোফাইল ছবি, কভার ছবি ও নাম আইডির সঙ্গে মিল থাকতে হবে। ফেসবুকের নীতি বহির্ভূত কোনো পোস্ট থাকা যাবে না। প্রোফাইলের ক্ষেত্রে ফলো অপশন অ্যানাবল থাকতে হবে।
এরপর ‘Request a Verified Badge’-এ গিয়ে নির্দিষ্ট ফর্মে পেজটি সিলেক্ট করে অফিসিয়াল আইডি আপলোড করতে হবে। একইসঙ্গে অফিসিয়াল পেজের লিঙ্ক দিতে হবে।
সাবমিট করার পর সবকিছু ঠিকঠাক থাকলে কয়েক সপ্তাহের মধ্যেই  পেজে ভেরিফাইড ব্লু মার্কটি দেখাবে।
ফেসবুক পেজের মতো প্রোফাইলেও একই নিয়ম। তবে সেক্ষেত্রে প্রোফাইল ভেরিফিকেশনের ফর্ম পূরণ করতে হবে।
আর বিজনেস পেজের ক্ষেত্রে নিয়ম একটু ভিন্ন। সেখানে ফর্ম পূরণ করে অথবা আপনার ও ব্যবসার সব তথ্য আছে এমন বিজনেস ডকুমেন্ট আপ করে ভেরিফাই করতে পারেন।

No comments

Powered by Blogger.