গল্পঃ হারানোর ভয়। ( আয়েশা সিদ্দিকা রাজকন্যার প্রেম পার্ট-২ )

বিবাহবহির্ভূত প্রেম, রিকশায় যুগলকে ...


ডিয়ার রাজকন্যা তুমি আমার ঘুম করেছ লুট বিনিময়ে তাই তোমায় দিলাম প্রেমের চিরকুট
জানো,
আমার খুব ভয় হয়। তোমাকে হারানোর ভয়! তোমাকে আমার কাছ থেকে হারিয়ে ফেলার ভয়..
তোমাকে এতোটাই আপন করে নিয়ছি যে মনে হয় তোমাকে আমার কলিজায় লেপ্টে ধরে বসে থাকি। ইচ্ছে করে না তোমাকে একটা পলকের জন্য চোখের আড়াল করতে। মনে হয় যেনো পলক ফেলার সঙ্গে সঙ্গে তুমি ম্যাজিকের মতো হাড়িয়ে যাবে। তোমার মাঝে এমন কি আছে আমি জানি না, যা আমাকে তোমার কাছ থেকে দূর করতে পারে না। হাজার সমস্যা হলেও সব কিচ্ছু উপেক্ষা করে বার বার সেই চির চেনা তোমার কাছেই ফিরে যাই। তোমাকে আমার কাছ থেকে হারানোর কথা একটা মুহূর্তের জন্যও আমি ভাবতে পারি না। মনে হয় এই, এইতো বুঝি আমার নিশ্বাসটা আটকে গেলো! কি যেন নাই হয়ে গেলো!
এমন কেনো হয় আমার, বলতে পারো? কি আছে তুমি নামক ওই মানুষটার মাঝে? যার কারনে কখনোই আমি চাই না আমরা দূরে থাকি। মাঝে মাঝে পাগলের মতো নিজের চুল নিজে টেনে ধরি, চোখ মুখ বেশ ভালো করে টেনে দেখি, আমি কে? কেন আমি এমন করি? কেনো আমি বার বার তোমার সাথে মিশে যেতে চাই?
কোন উত্তর পাই না, জানো...
তখনই আরো বেশি করে আমার মনে হয়, তোমাকে কাছে পাওয়ার থেকে হারানোর ভয়টা বেশি। তোমাকে হারিয়ে ফেলার ভয়টা সবসময় আমাকে তাড়া করে বেড়ায় ছায়ার মতো! মনে হয় ও যেন আমাকে ছাড়া চলতেই পারে না! আমার সঙ্গেই থাকতে হবে, তা না হলে ওর কোন অস্তিত্ব নেই! আরে, আমার অস্তিত্ব তো তুমি। তুমি আমি মিলেই তো আমরা হয়ে যাই। ও কেনো বোঝে না? তোমাকে হারাতে চাই না, কখনোই না। তুমি না থাকলে যে আমিও থাকতে পারবো না। এসব নিয়ে যখন গভীর রাতে একা একা ভাবি তখন মনে হয় এই বুঝি আমি তোমাকে হারিয়ে ফেল্লাম। এই বুঝি আমি নিঃস্ব হলাম!
আমি আর একা হতে চাই না। তোমাকে সঙ্গে নিয়ে বাকিটা পথ অতিক্রম করতে চাই...
আমার কাছে কবিতা চেয়েছিলে আজ দিয়ে দিলাম
এই রাজকন্যা,
সামনে এলেই মুখটা তুমি লুকাউ
দূরে যেতেই পিছন ফিরে কেন তাকাও? উত্তর টা বলে দিও কানে কানে
তুমি কি জানো?
প্রেমসাগরে তুমিই আমার তীর
তোমাই ছাড়া এখন আমার দুনিয়া অস্থির
হোক না কলঙ্ক তাতে কি ?
ভালোবেসেই শেখাবো তোমায় প্রেমের অঙ্ক !!
ভালোবাসার টানে –হুডখোলা রিকশা চেপে চলো না যায় বৃষ্টিস্নানে
ইচ্ছে হলেই চলে এসো বৃষ্টির ফোটায় ঝরে
কসম খোদার রাখবো তোমায় শক্ত হাতে ধরে !!
সস্তা প্রেমের যুগজামানায় প্রেম যদি চাও গাঢ়
এইতো আমি অপেক্ষায় আছি চাইলেই আসতে পার
মনের রাজ্যে আমার স্বৈরতন্ত্রের পতন হোক | এসো, ক্ষমতা ভাগাভাগি করি
আমার ছাতার নিচে এসো হোক সেটা কম দামী ,
তোমার মাথা আগলে রেখে ভিজবো না হয় আমি !!
#মিঃ কনফিউসড ‼️

No comments

Powered by Blogger.