গল্পঃ সব গল্পের নাম হয় না ( আয়েশা সিদ্দিকা রাজকন্যার প্রেমে পড়ার গল্প)



রাজকন্যার নাম হচ্ছেঃ আয়েশা সিদ্দিকা। 

প্রথম কথা হয়েছিলো (April 10-2020 at 9.53) প্রিয় বন্ধু হাবিব এর কারণে। আমি নাকি কবে রাজকন্যা টার কোন এক পোস্টে কমেন্ট করেছিলাম সেটাই ছিলো সব কিছুর মুল কারণ।
কৌতুহল বসত আমিও মেয়েটাকে নক করলাম মেসেঞ্জারে প্রথম কথায় ভাবি বলে সম্নোধন করলাম মনের ভিতর চলছিলো হইতো হাবিব এর গার্লফ্রেন্ড একটু মজা করাই যেতে পারে

কথা চলতে লাগলো  হঠাৎ একদিন আমার আইডির পাসওয়ার্ড টা তাকে দিলাম আমার সাথে হাবিবের কনর্ভাসেশন গুলো দেখে ভুল বসত সে অভিমান করে আমাকে একটা কথা বলেছিলো ( না বলা থাকুক) তার জন্য আমার প্রচুর মন খারাপ হলো। ব্লক দিতে বললাম মেয়েটাকে নিজেই আড়ালে চলে গেলাম তারপর থেকে কখন যে মিস করা শুরু করলাম নিজেও জানিনা 

অনেক দিন আবার আমাকে নক করেছিলো মেয়েটা বললো এখনো রাগ করে আছেন ? বুঝলাম সেও আমাকে মিস করে এরপর শুরু হলো সিনেমাটিক ভাবের আদান প্রদান

খুব মিস করতাম মেয়েটার নেট দুর্বল রাগ হতো খুব দেরিতে রিপ্লাই দিতো তাই বলেছিলাম অনলাইনে একটু বেশি আসতে সেও সাই দিতো আমার প্রতিটা আমন্ত্রনে বলেই ফেললাম ভালোবাসি অনেক ভেবেছি সেইদিন যদি রাজি না হয় আমি যদি তার যোগ্য না হই দিলাম আবার কথা বলা বন্ধ করে

কিন্তু থাকতে পারিনি কথা চলতে লাগলো , হঠাৎ  এক দুপুরে আচমকা তার একটি পোস্ট আমাকে নিয়ে ভালোবাসার আহবানে সাড়া দিলো। খানিকটা সময়ের জন্য নিরব স্তব্ধ হয়ে গেলাম ভাবিনি এত তারাতারি এমন কিছু পাবো (আলহামদুলিল্লাহ )

 

মূলত তার অদ্ভুত ব্যবহারের জন্য তার প্রেমে পরাআমি বারবার খুন হয়েছি তার মায়ায় 
তার ঠিকানা জানিনা কোনদিন দেখিনি সেলফোনের নাম্বারটাও নেই তবুও কি যেনো অলৌকিক শক্তি আমাকে প্রতিনিয়ত তার কাছে টানে  ঠিক যেভাবে চুম্বক আকর্ষন করে একটি অন্যটিকে।তাকে ছোঁবার আগেই সে অদৃশ্য হয়ে যায়আমি অসংখ্যবার তার প্রেমে পড়েছি। 

রাজকন্যা , তোমার স্পর্শের অনুভুতি কেমন টা জানিনা, তোমার হৃদয়ের স্পন্দন নিজ কানে শুনিনি কখনো তোমার চুলের অবিরাম ঢেউয়ে হারিয়ে যাবার সাহস হয়না আমার  তোমায় অনুভব করতে শিখে গেছি হাজার মেইল দূর থেকে জানি আমি তোমার কেউ না তবুও কেন বার বার চোখ বন্ধ করলেই তোমায় দেখি?

তোমার রিপ্লায় দিতে দেরি হলেও খারাপ লাগে না নাম্বার নেই দেখিনি তবুও ভালোবাসা কমে না তোমার কাছে একটাই প্রশ্ন তুমি কি আমার হবে ?

 

আমার সপ্নের রাজকন্যা সেতার দুঃসপ্নের রাজপুত্র হয়তো আমি।আমার গল্পের নায়িকা সে তার গল্পে আমি আছি কিনা সন্দেহ।

 এক অদ্ভুত প্রেম সত্যিই মেয়েটাকে ঠিক মমের মতো গলে গলে ভালবাসতে ইচ্ছে করে জীবনের শেষ অবধি তোমাকে চাই বড্ড বেশিই ভালোবাসি তোকে

আই লাভ ইউ (রাজকন্যা)।

ইতিঃ মোঃ মাসুদ রানা  (মিঃ কনফিউজড)


No comments

Powered by Blogger.