ফেসবুক এবং ব্যক্তিগত গোপনীয় তথ্য
ফেসবুকের বিরুদ্ধে ব্যবহারকারীর গোপনীয় তথ্য সংগ্রহ ও সংরক্ষণের অভিযোগ বেশ পুরাতন।বিভিন্ন সময় ছোট ছোট আপডেটের মাধ্যমে এবং নতুন নতুন পলিসি ডকুমেন্টের সাহায্যে বৈধভাবে (!) ফেসবুক হাতিয়ে নিচ্ছে ব্যবহারকারীদের তথ্য। ঠিক এমনই একটি পলিসির মাধ্যমে ফেসবুক সংগ্রহ করছে গ্রাহকের একান্ত ব্যক্তিগত তথ্য। “Off-Facebook Activity” নামের এই পলিসি গ্রাহকের এপ ইউজ ডাটা, ব্রাউজিং ডাটা, সার্চ হিস্টোরি থেকে শুরু করে অনেক গোপনীয় তথ্যই সংরক্ষন করে রাখছে ফেসবুকে। এই ফিচার সম্পর্কে আসুন দেখি ফেসবুক কি বলেঃ
“Off-Facebook activity includes information that businesses and organizations share with us about your interactions with them, such as visiting their apps or websites.”
আপাদদর্শনে খুব নিরীহ একটি স্টেটমেন্ট যেখানে বলা আছে বিভিন্ন ব্যাবসা ও প্রতিষ্ঠান তাদের সাথে গ্রাহকের যোগাযোগের একটি তথ্য ফেসবুককে প্রদান করে। এবার আরেকটু ভেতরে গেলেই বেড়িয়ে আসে অন্য কথা।
অর্থাৎ আপনার ফোনের কার্যকলাপ যেমন, কোন এপ কতটুকু ব্যবহার করছেন (যেখান থেকে আপনার এপ প্রিফারেন্স জানা যাবে), কোন কোন কন্টেন্ট দেখছেন, কি কি কিওয়ার্ড সার্চ করছেন, কি শপিং করছেন, কি কি আইটেম শপিং কার্টে রেখেছেন কিন্তু এখনো অর্ডার দেননি, কোথাও ডোনেশন দিচ্ছেন কিনা এমন সব তথ্যই থাকছে ফেসবুকের কাছে।
এখন স্বাভাবিকভাবেই প্রশ্ন আসবে, এসব তথ্য দিয়ে ফেসবুক কি করে? সে জবাবটাও তাদের কাছ থেকেই দেখিঃ
এখানেও দেখা যাচ্ছে বেশ নিরীহদর্শন কথাবার্তা। শুধুমাত্র শেষ পয়েন্টটা বাদে। সন্দেহজনক কার্যকলাপ সনাক্ত করার অর্থই হচ্ছে ব্যবহারকারীর সকল তথ্য মনিটর করা। যেটা ফেসবুক করছে।
এ থেকে মুক্তির উপায় কি? আসুন ধাপে ধাপে জেনে নেই কিভাবে এই ফিচারটি অফ রাখবেন আপনার স্মার্টফোনেঃ
ধাপঃ ০১- আপনার হোমপেজের শেষ আইকনটি ক্লিক করুন (লাল দিয়ে চিহ্নিত)
ধাপঃ ০২- “Settings & Privacy” আইকনটি ক্লিক করুন (লাল চিহ্নিত)
ধাপঃ ০৩- “Settings” আইকনটি ক্লিক করুন (লাল চিহ্নিত)
ধাপঃ ০৪- “Your Facebook Information” আইকনটি ক্লিক করুন (লাল চিহ্নিত)। এর নিচেই “Off-Facebook Activity” মেন্যুটি দেখতে পাবেন।
ধাপঃ ০৪- “Off-Facebook Activity” আইকনটি ক্লিক করুন। দেখতে পাবেন “Manage Your Off-Facebook Activity”, “Clear History” এবং “ More Options”
ধাপঃ ০৫- আপনার ফেসবুকে সংরক্ষিত তথ্যাবলী দেখতে চাইলে “Manage Your Off-Facebook Activity” তে ক্লিক করুন। আপনার ফেসবুক পাসওয়ার্ডটি টাইপ করুন। আর দেখুন সংরক্ষিত সব তথ্য।
ধাপঃ ০৬- এই সংরক্ষিত সব তথ্য মুছে ফেলতে চাইলে “Clear History” তে ক্লিক করুন। একটি নতুন উইন্ডো আসবে। সেখানেও ক্লিয়ার হিস্টোরি ক্লিক করুন (লাল চিহ্নিত)
ধাপঃ ০৭- ভবিষ্যতে যেন ফেসবুক আর তথ্য সংরক্ষন করতে না পারে এজন্য “More Options” এ ক্লিক করুন।
সেখান থেকে “Manage Future Activity” তে ক্লিক করুন (লাল চিহ্নিত)
এরপর “Manage Future Activity” তে ক্লিক করুন (লাল চিহ্নিত)
সেখানে “Future Off-Facebook Activity” অপশনটি নিষ্ক্রিয় (Disable) করুন।
এই ধাপগুলোর মাধ্যমেই আপনি ফেসবুকের “Off-Facebook Activity” অপশনটি বন্ধ করে নিজের ব্যক্তিগত ডাটার সুরক্ষা নিশ্চিত করতে পারবেন।
মোঃ মাসুদ রানা
আইটি পলিসি ও রিস্ক এনালিস্ট
BGD e-GOV CIRT
No comments