গাজীপুর জেলায় করোনার আক্রমন কমেছে, নতুন ৪ করোনা রোগী শনাক্ত



গাজীপুর লকডাউন
গাজীপুর: গাজীপুর জেলায় নতুনভাবে ৪ জন রোগী শানাক্ত হয়েছে। এই নিয়ে গাজীপুর জেলায় করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা মোট সংখ্যা ৩২১ জন হল। এই হিসেবে ২৪ এপ্রিল পর্য়ন্ত। ফলে গাজীপুর জেলায় করোনার আক্রমন কমেছে বলে ধারণা করা হচ্ছে।
আজ শুক্রবার গাজীপুর সিভিল সার্জন অফিস এই তথ্য দেয়।
দেয়া তথ্যমতে, ২১,২২ তারিখে পাঠানো নমুনায় মোট আক্রান্ত ৪ জন। এই নিয়ে গাজীপুর জেলায় মোট আক্রান্ত ৩২১জন। মারা গেছেন দুই জন।
নতুনভাবে আক্রান্ত ৩জন হলেন, গাজীপুর সদর ১জন, শ্রীপুরে ১জন ও কালিয়াকৈরে ২ জন। রোগী শনাক্ত হয়নি ,কালীগঞ্জ ও কাপাসিয়ায়।
গাজীপুর সিভিল সার্জনের হিসাবমতে ২১ ও ২২ এপ্রিলে মোট ৩ জন করোনায় আক্রান্ত হয়। এর মধ্যে সদরে নতুন ১ জন সহ মোট ১১০, কালিগঞ্জে স্থিতিশীল ৮৯, কাপাসিয়ায় স্থিতিশীল ৭০, কালিয়াকৈরে ২ জন সহ ৩১ ও শ্রীপুরে নতুন ১জন সহ মোট ২১জন করোনায় আক্রান্ত হয়েছেন। সব মিলিয়ে ২২ এপ্রিল পর্যন্ত গাজীপুর জেলায় মোট ৩২০ জন করোনা রোগী নিশ্চিত হয়েছে। আর জেলায় করোনায় মৃতের সংখ্যা দুই জন। তবে গত ৪৮ ঘন্টাায় এই জেলার কি অবস্থা তা জাানতে পারেনি গাজীপুর সিভিল সার্জন অফিস।

No comments

Powered by Blogger.