মসজিদ খুলে দেয়ার নির্দেশ গাজীপুর সিটি মেয়রের

সরকারি আদেশ উপেক্ষা করে মসজিদ খোলার নির্দেশ দিলেন গাজীপুরের মেয়র

করোনাভাইরাসের সংক্রমণ রোধে সরকারি আদেশে দেশজুড়ে যখন, মসজিদে নামাজ আদায় বন্ধ রয়েছে, তখন গাজীপুরে আগামী শুক্রবার থেকে মুসল্লিরা মসজিদে জুমার নামাজ আদায় করতে পারবেন বলে জানিয়েছেন মেয়র জাহাঙ্গীর আলম। তবে ইসলামিক ফাউন্ডেশন বলছে, মন্ত্রণালয় থেকে আদেশ শিথিল না করা পর্যন্ত স্থানীয় প্রশাসন মসজিদে যাওয়ার অনুমতি দিতে পারে না।
গাজীপুর সিটি করপোরেশনের যেসব এলাকায় করোনা সংক্রমণ নেই, সেসব এলাকায় আগামী শুক্রবার থেকে জুমার নামাজের জন্য সব মসজিদ খুলে দেওয়ার ঘোষণা দিয়েছেন মেয়র জাহাঙ্গীর আলম। মঙ্গলবার সময় সংবাদকে বিষয়টি নিশ্চিত করেন তিনি বলেন, সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি বজায় রেখেই জুমার নামাজ আদায়ের নির্দেশনা দেয়া হয়েছে।
গাজীপুরের মেয়র মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেন, যেসব এলাকায় করোনা শনাক্ত হয়নি সেসব এলাকায় স্বাস্থ্যবিধি মেনে শুক্রবারের নামাজ আদায় করতে পারবে। ওই মহল্লাহগুলোতে বাহিরের কেউ আসবে না আবার ভিতরের কেউ বাহিরে যাবে না। ওই হিসেবে তারা নামাজ আদায় করতে পারেন। 
সরকারি আদেশের বিরুদ্ধে যেয়ে এমন ঘোষণা দেয়া উচিত নয় মন্তব্য করে ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক জানান, সরকারের আদেশ মেনে চলা স্থানীয় প্রশাসনের দায়িত্ব।
ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক আনিস মাহমুদ বলেন, যেহেতু এটা সরকারের মন্ত্রণালয়ের আদেশ, সেহেতু যতক্ষণ এটা শিথিল না করবে, অন্য কেউ এটার বিষয়ে এভাবে করার কথা না।
করোনা পরিস্থিতির কারণে সংক্রমণ রোধে গত ৬ এপ্রিল মুসল্লিদের ঘরে নামাজ আদায় করার জন্য নির্দেশনা জারি করে ধর্ম মন্ত্রণালয়। নির্দেশনা অনুযায়ী খতিব, ইমাম, মুয়াজ্জিন, খাদেমসহ জামায়াতে অংশ নিতে পারবেন মসজিদ সংশ্লিষ্ট সর্বোচ্চ ১০ জন। জুমার জামাতের পরিবর্তে ঘরে জোহরের নামাজ আদায়ের কথা জানানো হয়।

No comments

Powered by Blogger.