কালিয়াকৈরে বেশ কয়েকটি গ্রামে ডাকাতির খবর -মসজিদে মসজিদে মাইকিং

গতকাল সন্ধ্যায় কালিয়াকৈর উপজেলার রতনপুরে হঠাৎ করে মজিদের মাইকে ডাকাত এসেছে বলে মাইকিং করা হয়। পরে, এলাকার স্থানীয় মানুষজন ডাকাত খোঁজার উদ্দেশ্যে বের হলে ডাকাত পালিয়ে যায়।




জানা যায় রাত ৮ তার দিকে মৌচাক এলাকা থেকে একদল ডাকাত শফিপুর, মাজুখান রতনপুর, ভান্নারা, বড়ইবাড়ির বেশ কয়েকটি এলাকায় ডাকাত সন্দেহে মসজিদে সচেতনতামূলক মাইকিং চলে
স্থানীয়দের মতে এখন কল কারখানা বন্ধ থাকায় মানুষ অভাবের তাড়নায় অসৎ পথ বেঁছে নিচ্ছে। যদি করোনা পরিস্থিতি জলদি মোকাবেলা না করা হয় তবে দেশে এই ধরনের ঘটনার তাণ্ডব আরও বৃদ্ধি পাবে বলে জানিয়েছেন তারা।

No comments

Powered by Blogger.