কালিয়াকৈরে করোনা রোগী সনাক্ত


উপজেলা প্রতিনিধি- 
কালিয়াকৈর উপজেলার ফুলবাড়িয়া ইউনিয়নের ০৬ নং ওয়ার্ডের জাথালিয়া গ্রামে ০২ জন ব্যক্তি করোনাভাইরাস ( কোভিড -১৯) রোগে আক্রান্ত হয়েছে। আজ জাথালিয়া সোনামুদ্দিন খাল,সিঙ্গাপুর বাজার মাছ পুরা বাইদ,ইতালি বাজার,বুংখারি বাজার ও বড়চালা উপজেলা প্রশাসন লক ডাউন করেছে। উপরোক্ত এলাকায় মসজিদে শুধু ইমাম,মুয়াজ্জিন ও খাদেম নামাজ আদায় করবেন এবং বাকিরা যার যার বাসায় নামাজ আদায় করবেন। শুধু ফার্মেসি খোলা থাকবে। কেউ উপরোক্ত এলাকায় বাইরে যেতে পারবেন না এবং কেউ বাইরে থেকে উপরোক্ত এলাকায় প্রবেশ করতে পারবেন না। কোন প্রকার যানবাহন চলাচল করবে না আগামী ২৯/০৪/২০২০ পর্যন্ত। 
জরুরি কোন জিনিস প্রয়োজন হলে নিম্নলিখিত ব্যক্তিদের সাথে যোগাযোগ করবেন – 
০১) মোকসেদ আল মামুন, – ০১৭৬৮৯১৮৬১০, 
০২) জাকিরুল ইসলাম -০১৭১৫৪১১৪৯১, 
০৩) সাইফুল ইসলাম – ০১৭২৬১৩৯৯৪৮, 
০৪) লাকি আক্তার – ০১৭৮০০৪৯০৫০, 
০৫) বাদল দেওয়ান – ০১৭৩৩৫৬৫০১৪।
admin@masudbdtech.blogspot.com

No comments

Powered by Blogger.