গত চব্বিশ ঘন্টায় কালিয়াকৈরে আরো ৪ জন করোনা রোগী সনাক্ত





উপজেলা ও পৌর প্রতিনিধিঃ
 গত ২৪ ঘন্টায় কালিয়াকৈর উপজেলায় নতুন করে আরো ৪ জন করোনা রোগী সনাক্ত হয়েছেন। 
নতুন আক্রান্ত - জন সহ মোট জন
#ফুলবাড়ীয়া ইউনিয়ন:
জাথালিয়া -২জন (পুরাতন)
পাবুরিয়াচালা -২জন(নতুন)
#চাপাইর ইউনিয়ন :-
মেদীআশুলাই- ২জন(পুরাতন)
শ্রীফলতলী:- -১জন(নতুন)
#সুত্রাপুর ইউনিয়ন:

বোডঘর -১জন (পুরাতন)

এর মধ্যে একজন পৌরসভার ২ নং ওয়ার্ডের লতিফপুর এলাকার বলে  নিশ্চিত করেছেন পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা জনাব জাহেদুল আলম তালুকদার। প্রশাসন শনাক্ত হওয়া এুলাকাগুলোকে দ্রুত লকডাউন করার কাজ শুরু করেছে। 
ইতমধ্যেই কালিয়াকৈর পৌরসভা লতিফপুর মহল্লাকে লকডাউন ঘোষনা করেছে।

No comments

Powered by Blogger.