কালিয়াকৈরে নতুন করে আরো ৪ করোনা রোগী সনাক্ত



উপজেলা প্রতিনিধি- 
কালিয়াকৈর উপজেলার চাপাইর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের মেদিআশুলাই গ্রামের ৩ জন ও সুত্রাপুর ইউনিয়নের ১ জন করোনা ভাইরাসে আক্রন্ত হয়েছেন বলে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সুত্রে জানা যায়। আক্রান্তদের মধ্যে দুইজন পুরুষ, একজন মহিলা এবং একজন ৮ বছর বয়সী শিশু রয়েছেন। 
এই চার জন নিয়ে কালিয়াকৈরে নোভেল করোনা ভাইরাসে আক্রান্তের মোট সংখ্যা ৬ জনে দাড়ালো। এর আগে গতকাল ফুলবাড়িয়া ইউনিয়নের জাথালিয়ায় ২ জন করোনা আক্রান্ত রোগীর সন্ধান পায় স্বাস্থ্য বিভাগ।

আজ কালিয়াকৈর উপজেলা চাপাইর ইউনিয়ন ৬নং ওয়ার্ড মেদীআশুলাই গ্রামে ২জন করোনা রোগী সনাক্ত হয়েছে।তাদের মধ্যে শাহজাহান বয়স ৫০ ও আছিয়া বয়স ৮।সূত্রাপুর ইউনিয়ন বোর্ডঘর এলাকায় ১জন মো:হানিফ বয়স৩২ সর্বমোট কালিয়াকৈর উপজেলায় সনাক্ত ৫ জন।সকলের অবগতির জন্য জানাচ্ছি যে আপনি ও আপনার পরিবারের নিরাপত্তার জন্য সকলেই বাসায় থাকুন,নিজে নিরাপদে থাকুন ,সকলকে নিরাপদ রাখুন।ঘরে থাকুন ও সামাজিক দুরত্ব বজায় রাখুন।

admin@masudbdtech.blogspot.com

No comments

Powered by Blogger.