বৃদ্ধদের কান ধরিয়ে ফেসবুকে ভাইরাল সহকারী কমিশনার (ভূমি) সাইয়েমা হাসান


নভেল করোনাভাইরাস প্রতিরোধে যশোরের মনিরামপুরে মাস্ক না পরায় তিন বৃদ্ধকে কান ধরিয়ে দাঁড় করিয়ে রাখার ঘটনা ঘটেছে। শুক্রবার বিকেলে ভ্রাম্যমাণ আদালতে এ সাজা দেওয়া হয়।
জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) সাইয়েমা হাসান এই সাাজা দেন। কান ধরিয়ে দাঁড় করিয়ে সাজা দেওয়ার ঘটনাটি নিজের মোবাইল ফোনে ছবিও তুলে রেখেছেন তিনি।
তিন বৃদ্ধকে কান ধরানো এবং তার ছবি তোলার মুহূর্তের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে সামলোচনার ঝড় ওঠে।
রাতে এ ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে সমালোচনার শুরু হয়। নির্বাহী ম্যাজিষ্ট্রেট সাইয়েমা হাসান তিন বৃদ্ধকে এ শাস্তি দেওয়ার ঘটনা স্বীকার করেছেন।

No comments

Powered by Blogger.